X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

পঞ্চগড় প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৮:৪২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:৪৫

এক নেতাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে পঞ্চগড়ে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার হাড়িভাসা এলাকায় এক কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট তাদের বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ঘাগড়া দ্বাড়িকামারী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় হাড়িভাসা ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী, বিএনপি সমর্থিত নির্বাচিত মহিলা (সংরক্ষিত) ইউপি সদস্য রফিজা বেগম, জাতীয় পার্টি সমর্থিত মো. মঞ্জিল, নওসের খা, তোফাজ্জল হোসেন, আব্দুস সামাদ, পছির উদ্দীনসহ শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট তাদের প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নেন।

হাড়িভাসা ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, ‘দীর্ঘদিন জাতীয় পাটি করেছি। কিন্তু এই পার্টিতে জেলা পর্যায়ের নেতাকর্মীদেরও তেমন গুরুত্ব নেই। তাই বাধ্য হয়ে আওয়ামী লীগে যোগদান করতে হলো।’

একই ইউনিয়নের হাতেম মিস্ত্রির ছেলে হায়দার আলী বলেন, ‘আমি লাঙ্গল প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতাম। কিন্তু জেলা পর্যায়ের নীতি নির্ধারকদের টানাপড়েনের কারণে আমাকে বারবার পরাজিত হতে হয়েছে। আমাদের ইউনিয়নে বিদ্যুৎ ও সড়কসহ বিভিন্ন পর্যায়ে বেশ উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’

হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সারোয়ার, আবু তোয়াবুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সারোয়ার বকুল, সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় পৌরসভার নারী কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ বক্তব্য দেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা