X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ২০:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:০৯

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন তিনি। শনিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের  কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। যোহরের নামাজের সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাই। সেখান থেকে দলীয় কার্যালয়ে এসে দেখি আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ১০ থেকে ১৫ জন ছেলেকে নিয়ে বসে  আছে। এক পর্যায়ে তিনি আমাকে উদ্দেশ করে বলেন— যার সঙ্গে মন্ত্রীর (আইনমন্ত্রী আনিসুল হক) সম্পর্ক নাই, তার সঙ্গে আমারও সম্পর্ক নাই বলে মেয়র কাজল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ কয়েকজনকে নিয়ে বের হয়ে যান। এর পর ১০ থেকে ১৫জন ছেলে এসে দলীয় কার্যালয়ে হামলা করে। এসময় তারা উপস্থিত অন্যান্য নেতাকর্মীসহ আমাকে লাঞ্ছিত করে।’ তিনি বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আমার কোনও দূরত্ব নেই। শুক্রবারও আমরা এক সঙ্গে সভা করেছি।’

আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটু হট্টগোল হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘আখাউড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মো. মনির হোসেনকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান