X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া বন্দি থাকলে বিএনপি নির্বাচনে যাবে না: দুলু

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ২৩:০৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২৩:১৭

বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ছবি- প্রতিনিধি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারের এক নোংরা কক্ষে বন্দি। আমি পরিষ্কার বলে দিতে চাই, খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখলে বিএনপি নির্বাচনে যাবে না। আমরা জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

শনিবার (১৭ মার্চ) বিকালে রাজশাহী নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। আগামী ৩১ মার্চ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে এ কর্মিসভার আয়োজন করে জেলা বিএনপি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের জনসভা করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সবাই যদি ঐক্যবদ্ধ হন, তবে রাজশাহীতে জনসভা সফল হবেই। প্রয়োজনে আমাদের রক্তের ওপর দিয়ে জনসভা হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি এতদিন পর শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করতে পারেন, তবে আমাদের এত নেতাকর্মীদের খুন, গুম, বিচারবহির্ভূত হত্যার বিচারও আমরা করবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ স্বপ্ন দেখে যে, বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, তাদের সে স্বপ্ন কোনোদিনও সফল হবে না। বরং আগামী নির্বাচনে বৃহত্তর রাজশাহীর ১৮টি আসনের সবগুলোতে বিএনপিকে জয়ী করার মাধ্যমে প্রমাণ করবো, রাজশাহীর মাটি, বিএনপির ঘাঁটি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সব ভেদাভেদ ভুলে এক থাকি, তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার শক্তি কারও নেই।’

রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই