X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলায় ৭ জঙ্গির ফাঁসির আদেশ

রংপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১২:৪২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:১৮

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলা রংপুরের কাউনিয়ার মাজারের খাদেম ও আওয়ামী লীগ নেতা রহমত আলী হত্যা মামলায় নব্য জেএমবি’র সাত সদস্যকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় ঘোষণা করা হয়েছে। খালাস দেওয়া হয়েছে ছয় জনকে। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার রবিবার (১৮ মার্চ) আদালতে এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো— মাসুদ রানা, বিজয়, লিটন, এছাহাক আলী, চান্দু, সাখাওয়াত ও সরওয়ার।

অভিযোগ প্রমাণিত না হওয়ায়  খালাস পাওয়া আসামিরা হলো—  সাদাত, তৌফিকুল, সাইদ, রাজিব, বাবুল আখতার ও রজিবুল।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে উপজেলার টেপামধুপুর বাজার থেকে বাসায় ফেরার পথে মাজারের খাদেম রহমত আলীকে জবাই করে হত্যা করা হয়।

রবিবার সকাল পৌনে ১০ টার দিকে এ হত্যা মামলার ১১ আসামিকে নজিরবিহীন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে আসা হয়। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার সকাল ১০টা ২০ মিনিটে রায় পড়া শুরু করেন। ২ ঘণ্টা ২০ মিনিট ধরে রায় পড়ার সময় তিনি বলেন,‘পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে নব্য জেএমবির জঙ্গিরা মাজারের খাদেম রহমত আলীকে জবাই করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এ ঘটনায় চার জঙ্গি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছে।’

বিচারক বলেন, ‘৬৪ জন সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা যায়, মানুষ কতটা নির্মম আর নিষ্ঠুর হতে পারে।’

রায় দেওয়ার সময় নরেশ চন্দ্র সরকার পবিত্র কোরান শরিফের বিভিন্ন আয়াতের কথা উল্লেখ করে বলেন, ‘পবিত্র কোরান শরিফে নিরাপরাধ মানুষকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা।’

আসামিরা ইসলামের ভুল ব্যাখ্যা করে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে বলে সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে তিনি মনে করেন।

দণ্ড পাওয়া আসামি রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল। এরপর আবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালত থেকে প্রিজনভ্যানে করে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ।

এর আগে রায় ঘোষণার আগে সকাল থেকে পুরো আদালত চত্বর ও আশেপাশের এলাকা কর্ডন করে রাখে পুলিশ। আদালতের প্রবেশপথে মেটাল ডিটেকটর দিয়ে শরীর ও বহন করা ব্যাগ তল্লাশি করে সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি রথিশ চন্দ্র ভৌমিক। তিনি জানান, আসামিরা নব্য জেএমবির জঙ্গি, তারা একজন নিরাপরাধ মানুষকে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে। সাক্ষ্য-প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক সাত জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। বাকি ছয় জনকে খালাস দেওয়া হয়েছে। কাগজপত্র পরীক্ষা করে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মামলার বাদী নিহত রহমত আলীর ছেলে শফিকুল ইসলাম রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি।তিনি জানান,মামলা দায়ের করার সময় তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন। তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। মামলা তদন্ত করার সময় পুলিশ তাকে কিছু জানায়নি। ফলে আদালত যে রায় দিয়েছেন তাতে তিনি পুরোপুরি ন্যায়বিচার পাননি বলে মনে করেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন বলেন এ রায়ে তারাও ন্যায়বিচার পাননি। সে কারণে উচ্চ আদালতে আপিল করবেন।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে টেপামধুপুর বাজার থেকে বাসায় ফেরার পথে জঙ্গিরা মাজারের খাদেম রহমত আলীকে জবাই করে হত্যা করেন।এ ঘটনায় নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১৩ জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এদের মধ্যে ১১ জন কারাগারে আটক আছে। দুজন পলাতক রয়েছে।

 

 

/টিএন/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!