X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে দুই ইউপিডিএফ নেত্রীকে অপহরণের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৪:৫৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৫:৩৬

 

রাঙামাটি

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের অভিযোগ করেছে সংগঠনটি। রবিবার দুপুরে সংগঠনটির জেলা সংগঠক সচল চাকমা ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন। এছাড়াও তাদের আরেক সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গুলি করাসহ একটি মেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

অপহৃতরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা। গুলিবিদ্ধ হয়েছেন ধর্মসিং চাকমা। তবে আহত ধর্মসিংকে কোথায় রাখা হয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।

ইউপিডিএফ এই ঘটনার জন্য তাদের সংগঠন থেকে বেরিয়ে গিয়ে পৃথক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ইউপিডিএফ’কে (গণতান্ত্রিক) দায়ী করেছেন। তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিবৃতিতে সচল চাকমা বলেন, ‘সকাল সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক থেকে কয়েকশ’ গজ দূরে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মসিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় এবং জঙ্গিগোষ্ঠী বোকো হারামের স্টাইলে হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে আবাসিকের বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পূর্বপাশের জঙ্গলে নিয়ে যায়।’

ইউপিডিএফ নেতা ওই হামলাকে ‘কাপুরুষোচিত ও ন্যক্কারজনক’ মন্তব্য করে বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে ইউপিডিএফ-কে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সশস্ত্র সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তার উত্থানকে রুদ্ধ করতে চাইছে।’ 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে অপহরণ ও হামলার প্রতিবাদে এবং অপহৃতদের মুক্তির দাবিতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, আমরা বিষয়টি জেনেছি এবং আমাদের ফোর্স ওই এলাকায় গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মাস ছয়েক আগে ইউপিডিএফ -এর সাবেক কিছু নেতাকর্মী মিলে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে পৃথক আরেকটি সংগঠন গঠন করে। এই সংগঠনের হামলায় এ পর্যন্ত মূল ইউপিডিএফ’র ছয় কর্মী নিহত হয়েছেন। নিহতরা প্রায় সবাই সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত ছিলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে সেনাবাহিনীর গাড়ি চাপায় অটোরিকশা চালক নিহত 

/জেবি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা