X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৮:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:১৪

বরিশাল

মাদক মামলার আসামির পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই ) ক্লোজ করা হয়েছে। ক্লোজড এএসআই আমিনুল ইসলাম বরিশালের উজিরপুর থানায় কর্মরত ছিলেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে টাকা (ঘুষ) নেওয়ার অভিযোগে রবিবার (১৮ মার্চ) দুপুরে তাকে থানা থেকে সরিয়ে বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আকরামুল হাসান জানিয়েছেন, তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় শান্তির ব্যবস্থা নেওয়া হবে।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার (১৫ মার্চ) শামিম খান নামে একজনকে বেশকিছু ইয়াবাসহ গ্রেফতার করেন এএসআই  আমিনুল ইসলাম। বিষয়টি জানার পর শামীমের মা রেবা বেগম থানায় গেলে তার ছেলেকে মারধর না করা এবং ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে এএসআই  আমিনুল ইসলাম ঘুষ দাবি করে। 

এএসআই আমিনুল ইসলাম রেবা বেগমকে একটি ভিজিটিং কার্ড দিয়ে তার বিকাশ নাম্বারে ৫০ হাজার টাকা ঘুষ পাঠাতে বলেন।

কিন্তু রেবা বেগম ওই পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে সে দর কষাকষির শুরু করে।  সর্বশেষ এএসআই আমিনুল তার বিকাশ অ্যাকাউন্টে রেবা বেগমকে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে।পরের দিন শুক্রবারে উজিরপুরের শিকারপুর বন্দরের একটি দোকান থেকে বিকাশের মাধমে রেবা বেগম ওই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠান।

এরপর মামলাটি একটু হালকা করে আসামি শামিমকে আদালতে চালান দেয়। পরে তাকে জেলে পাঠানো হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

আরও পড়ুন: খুলনায় তিনটি বোমাসহ গ্রেফতার ৩ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন