X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি সোমবার গাজীপুর যাচ্ছেন

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:০৪

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে সোমবার গাজীপুরে আসছেন। তিনি ১৯৭১ সালের ১৯ মার্চ পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, কারা সপ্তাহ উদ্বোধন ও ডুয়েটের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গাজীপুরে আসছেন।

গাজীপুরে রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে রবিবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, কমিটির সদস্যসচিব ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: সংগৃহীত) গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে ১৯ মার্চ বিকালে হেলিকপ্টারযোগে গাজীপুর পৌঁছবেন। বিকাল ৩টায় তাকে গাজীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হবে। বিকাল ৪টায় তিনি গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে ১৯ মার্চের হাই কমান্ড, অ্যাকশন কমিটি, শহীদ ও আহতদের মধ্যে ২১ জনকে সন্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্য ও কোরাস পরিবেশনা করা হবে। স্বাগত বক্তব্য রাখবেন ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের সংগঠক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

রাষ্ট্রপতি গাজীপুর সার্কিট হাউসে রাত যাপন করবেন। মঙ্গলবার (২০ মার্চ) কারা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন উপলক্ষে দুপুর ১২টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করবেন। এসময় তিনি বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করবেন এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকাল ৩টায় রাষ্ট্রপতি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ঢুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

জেলা প্রশাসক আরও জানান, আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসার কথা রয়েছে। তিনি আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই