X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় স্বদেশী উইনসন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০১৮, ০০:২৮আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০০:৩৬

আতিফ শেখ (ফাইল ছবি)

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ খুনের ঘটনায় তার স্বদেশী ও সহপাঠী উইনসন সিংয়ের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ মার্চ) চট্টগ্রাম মহানরগ হাকিম মেহনাজ রহমান রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৩ মার্চ আতিফ শেখ খুনের ঘটনায় চতুর্থ দফায় উইনসন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। আজ (১৮ মার্চ) শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এ নিয়ে আতিফ শেখ খুনের ঘটনায় পিবিআই চতুর্থ দফায় উইনসন সিংকে জিজ্ঞাসাবাদ করছে। আগের তিন দফা জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য মেলেনি।

গত বছরের ১৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন আব্দুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় আতিফ শেখ ও তার স্বদেশী বন্ধু উইলসন সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাদের আরও এক স্বদেশী সহপাঠী নিরাজ গুরু। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আতিফ শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, উইলসন সিং গলায় ফাঁস দেন এবং গুরুতর আহত হন।

ভারতীয় এই তিন শিক্ষার্থী তাদের এক বান্ধবীসহ ওই ফ্ল্যাটে থাকতেন। এ ঘটনার চার দিন পর আতিফ শেখের বাবা আব্দুল খালেক চট্টগ্রামে এসে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কাউকে সুনির্দিষ্ট আসামি না করলেও ৮ জনকে সন্দেহভাজনের তালিকায় রাখেন।

এ ঘটনায় থানা পুলিশ নিরাজ গুরুকে গ্রেফতার করে। নিরাজ আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, তিনি ঘটনার বিষয়ে কিছু জানে না, দুই জনকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে আতিফ শেখকে ওই কক্ষে ছুরিকাঘাত অবস্থায় এবং উইলসন সিংকে গলায় বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান বলে তিনি জানান। পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলে পিবিআই সদস্যরা এই মামলায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা উইলসন সিংকে গ্রেফতার দেখান। পরে সুস্থ হওয়ার পর পুলিশ দুই দফায় রিমান্ডে নিয়ে উইলসন সিংকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিষয়ে কোনও তথ্য না দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিএনএ পরীক্ষার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে উইলসন সিং ও নিরাজ গুরুর ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরির বাঁটে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে উইলসন সিংয়ের ডিএনএর মিল পাওয়া যায়। অপর স্বদেশী নিরাজ গুরু ডিএনএ ছুরিতে পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা