X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছবি তুলতে গিয়ে পা ফসকে পদ্মায়, কলেজছাত্র নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ০১:৫২আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০২:০০

মৃন্ময়কে খোঁজে নদীতে নামছেন ফায়ার সার্ভিসের ডুবুরীরা (ছবি- প্রতিনিধি)

রাজশাহীতে পদ্মায় ডুবে আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময় নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। পুলিশের ভাষ্য, নদীতে ঘোরার সময় নৌকার সামনের মাথায় দাঁড়িয়ে ছবি তোলার সময় পা ফসকে পানিতে পড়ে ওই ছাত্র নিখোঁজ হন। রবিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ এ খবর নিশ্চিত করেন।

আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি রাজশাহী নগরীর একটি ছাত্রবাসে থেকে লেখাপড়া করতেন। মৃন্ময় নিখোঁজের খবর পেয়ে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা ছুটে যান পদ্মা পাড়ে।

নিখোঁজ ছাত্রের সহপাঠীরা জানান, তারা ছয় জন মিলে বেলা সাড়ে ১২টার দিকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে বেড়াতে যান। নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-বাঁধ থেকে তাদের নৌকা ছাড়ে। নদীর মাঝখানে চরে গিয়ে নৌকা রেখে তাদের কয়েকজন নদীতে গোসল করেন। নৌকার মাঝিও তখন গোসল সেরে নেন। ওখান থেকে বেলা সোয়া ১টার দিকে নৌকা ছেড়ে আসার সময় ছবি তোলার জন্য মোবাইল ফোন নিয়ে নৌকায় দৌড়াদৌড়ি করতে গিয়ে আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময় পা ফসকে পানিতে পড়ে যান। এরপর আরাফাত নামে এক সহপাঠী প্রথমে তাকে উদ্ধার করতে পানিতে নামেন। কিন্তু তীব্র স্রোতের কারণে তিনি কিছুতেই মৃন্ময়কে ধরে রাখতে পারছিলেন না। এরপর মঞ্জুরুল নামে আরও এক সহপাঠী পানিতে ঝাঁপ দেন। এবার তিন জনের সবাই নৌকা থেকে দূরে সরে যাচ্ছিলেন। এটা দেখে মাঝি মো. রকি পানিতে ঝাঁপ দেন। তিনি তার গায়ের জামাকাপড় খুলে মৃন্ময়কে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু তীব্র স্রোতের টানে মৃন্ময় ভেসেই যাচ্ছিলেন। একপর্যায়ে মো. রকি নিজে ডুবে যাচ্ছিলেন বলে মৃন্ময়কে ছেড়ে দেন।

ওসি হাফিজুর রহমান আরও জানান, মডেল স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী পদ্মা নদীতে বেড়াতে যায়। এর মধ্যে তিন জন ছাত্র ও তিন জন ছাত্রী। তারা একটি নৌকা ভাড়া নিয়ে ঘুরছিল। এসময় ছবি তুলতে গিয়ে নৌকা থেকে পা ফসকে পানিতে পড়ে গিয়ে ডুবে যান মৃন্ময়। তিনি সাঁতার জানতেন না বলে তার সহপাঠীরা জানিয়েছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা