X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৭:৩৮

 

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫জন আহত হন। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। চিতনা গ্রামে সংর্ঘষের আশংকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীনরা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চিতনা গ্রামের মাজু মিয়ার সঙ্গে একই গ্রামের নাসির মিয়ার বিরোধ চলছিল। সোমবার সকালে নাসির মিয়ার পক্ষের রুবেল মিয়া বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যায়। এ নিয়ে মাজু মিয়ার পক্ষের লোকজন রুবেল মিয়াকে বাধা দেয়। এক পর্যায়ে মাজু মিয়ার পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান।

চিতনা গ্রামের দুলাল মিয়া, শাহীন আলম ও হারু মিয়া জানান, রুবেল হত্যার খবর পেয়ে নাসির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাজু মিয়ার পক্ষের ওপর পাল্টা হামলা চালায়। এই সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত আরও ১৫জন আহত হন। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের মাছিহাতা ইউনিয়নের চাপইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ অন্তত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস