X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাটোরে যুবলীগ নেতাকে হত্যা, ২৪ ঘণ্টায়ও আটক হয়নি কেউ

নাটোর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৯:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:২৭

নাটোর নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবলীগ নেতা ইমরান হোসেনকে (২৪) হত্যার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে জেলা যুবলীগের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তবে পুলিশ বলছে, খুনিকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, ‘রবিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শহরের কানাইখালী এলাকায় ছুরিকাঘাতে খুন হন ৪নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক, কানাইখালী এলাকার ইমরান। অথচ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।’

এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বিপ্লব দাবী করেন, নিহতের পরিবার এবং জেলা যুবলীগের পক্ষ থেকে খুনিকে দ্রুত আটকের বিষয়ে পুলিশকে জানানো হলেও কাউকে আটক করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে খুনি আটক না হলে জেলা যুবলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, ‘স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনেকেই খুনিকে চিনতে পেরেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া ঘটনার সময় ওই স্থানে অনেক মানুষই ছিল। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ খুনির সন্ধান পেতে পারেন। এরপরও খুনিকে আটকে বিলম্ব দুঃখজনক।’

এ বিষয়ে সদর থানার ওসি মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। তবে খুনিকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কানাইখালী এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে ইমরানকে ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায় এক দৃর্বৃত্ত। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ইমরানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরের পর জানাজা নামায শেষে ইমরানকে স্থানীয় গাড়িখানা গোরস্থানে দাফন করা হয়।
বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে ইমরানের পরিবারের সদস্যরা জানান, ইমরানকে খুনের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ