X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সোহাগ মিয়া বিপথে চলে গেছে’

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৯ মার্চ ২০১৮, ২৩:২৬আপডেট : ২১ মার্চ ২০১৮, ০০:৫১

জাফর ইকবালের ওপর হামলা ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলের স্বীকারোক্তির ভিত্তিতে আটক ফেরিওয়ালা সোহাগ মিয়া বিপথে চলে গেছে বলে তার বাবার দাবি। তার বাবা ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘পাঁচ -সাত বছর আগে থেকেই সে লেখাপড়া বাদ দিয়ে সিলেটে গিয়ে ব্যবসা শুরু করে। সেখানে গিয়ে সে হয়তো কোনও মতাদর্শের দিকে ধাবিত হয়। পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও সে কাপড়ের ব্যবসার বাইরে অন্য কি করে, তা আমার জানা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বিষয়টি জানতে পারি।’ সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

সোহাগ মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে।  তার বাবা ছাদিকুর রহমান ওরফে ছও মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন,  ‘তার পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। সোহাগ মিয়া দশ সন্তানের মধ্যে ষষ্ঠ ও ছেলেদের মধ্যে তৃতীয়। তার জন্ম ১৯৯৪ সালে। সে গ্রামের উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে। পরে কৃষ্ণনগর পাবলিক হাইস্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। সর্বশেষ দুই  সপ্তাহ  আগে সে একদিনের জন্য বাড়ি এসেছিল, এবং সেদিনই সে সিলেট ফিরে গেছ।’

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘বাড়িতে থাকার সময়ে সে বিভিন্ন গানের অনুষ্ঠানে যেতো। পরে সিলেট যাওয়ার পর সে নামাজি হয়ে যায়। বাড়িতে এলে বেশিরভাগ সময় ঘরেই থাকতো। কারও সঙ্গে খুব বেশি মিশতো না। সে ঢাকা থেকে কাপড় কিনে এনে সিলেটে পাইকারি বাজারে বিক্রি করতো। ৫-৭ বছর ধরে সিলেটে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে।’

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ মিয়া যদি দোষী হয়, তাহলে আইনত যে শাস্তি হবে— তা আমি মেনে নেবো। আর তার কোনও সম্পৃক্ততা না থাকলে, তাকে মুক্তি দেওয়া হোক।’

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘ছাদিকুর রহমান ছাও মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি আগে কমিউনিস্ট পার্টি করতেন। এলাকায় তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তবে, ছাও মিয়ার ছেলে সোহাগকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, ‘সোহাগ ভালো ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবার এলাকায় ভালো মানুষ হিসেবে খ্যাতি রয়েছে।’

রাজানগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মছদ্দর মিয়া বলেন, ‘গত কয়েক বছর ধরে সোহাগ মিয়া সিলেটে কাপড়ের ব্যবসা করে। মাঝে-মধ্যে বাড়ি আসতো, আবার চলেও যেতো। তার বাবা প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত।’

রবিবার (১৮ মার্চ) রাতে সিলেট নগরীর কালীবাড়ি আবাসিক এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। সোমবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: 

ড. জাফর ইকবালের ওপর হামলা: ফয়জুরের বন্ধুর সাত দিনের রিমান্ড
হামলার নেপথ্যে ফয়জুলের চাচা!

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা