X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বট-পাকুড় গাছের বিয়ে

দিনাজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১২:৪১আপডেট : ২০ মার্চ ২০১৮, ১২:৪১

সব আনুষ্ঠানিকতা মেনে বট ও পাকুড় গাছের বিয়ে দেওয়া হচ্ছে

বিয়ে, গায়ে হলুদ, বাদ্য-বাজনা, উলুধ্বনি, রান্না ও অতিথি আপ্যায়নসহ হিন্দু শাস্ত্রমতে সব আয়োজনই ছিল। তবে বর-বধূ ছিল বৃক্ষ। মহাধুমধামে বৃক্ষের এমন বিয়ে হয়ে গেলো দিনাজপুর সদর উপজেলার দিঘন বড়কালী মন্দিরের সামনে। জমজমাট এই বিয়ের আয়োজনে মন্দির প্রাঙ্গণ ভক্ত-পূণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

শাড়ী পড়ে টোপর মাথায় দিয়ে বউ বটেশ্বরী ও ধুতি-পাঞ্জাবী পড়ে টোপর মাথায় দিয়ে বর পাকুড়। বিয়ে সন্ধ্যায়, তার আগেই হিন্দু শাস্ত্রমতে বাদ্য-বাজনা, সনাতন আচার পালন, বরযাত্রীর আগমণ ও অতিথি আপ্যায়ন সবকিছুই পালন করা হয়েছে নিয়ম মেনে। বিষয়টি ছিল গল্পের মত।

সোমবার বিকেলে জেলা শহরের ৫ কিলোমিটার পূর্বে দিঘন বড়কালী মন্দিরে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ের আয়োজন করেছে দিঘন ও গোপালপুর গ্রামের বাসিন্দারা। তারা নিজেরাই চাঁদা তুলে এই বিয়ের খরচ যুগিয়েছে। এই বিয়ের বউ বটেশ্বরীর বাবা হিসেবে কন্যাদান করেছেন গোপালপুর গ্রামের অমল চন্দ্র রায় আর ছেলে পাকুরের বাবা হয়েছিলেন দিঘন গ্রামের দীলিপ কুমার রায়।

সন্ধ্যায় বিয়ে হলেও এই বিয়ে ঘিরে এলাকায় দেখা দিয়েছিল চাঞ্চল্য। আর তাই দুপুরের আগেই মন্দির প্রাঙ্গণ ভরে উঠে মানুষের পদাচারনায়। অনেকেই জানিয়েছেন, বট ও পাকুরের বিয়ে মানেই মঙ্গল আগমন। আর তাই অতি আগ্রহে এবং মঙ্গল কামনায় এই বিয়েতে এসেছেন।

সব আনুষ্ঠানিকতা মেনে বট ও পাকুড় গাছের বিয়ে দেওয়া হচ্ছে

দিঘন মন্দিরের কালী মাতার পূজা-অর্চনার মাধ্য দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এরপরে হিন্দু শাস্ত্র মতে পালন করা হয় বিয়ের আচার। একে একে হয় গ্রামপূজা, গায়ে হলুদ, নান্দিমুখসহ সব অনুষ্ঠান। এরপর দুপুরে ভক্ত-পূণ্যার্থীর মাঝে বিতরণ করা হয় প্রসাদ (আপ্যায়ন)। বিকেল ৫টা থেকে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সাধারণ বিয়ের মতই বরকে ধুতি-পাঞ্জাবী ও কনেকে পরিয়ে দেওয়া হয় শাড়ী। পরে তাদের সাজিয়ে দেওয়া হয় বিয়ের সাজে। পরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শেষ হয় বট ও পাকুর গাছের বিয়ে।

এই বিয়ের পুরোহিত ছিলেন কৃষ্ণ চরন। তিনি জানান, সনাতন ধর্ম মতে বট-পাকুরের বিয়ে দেওয়া হলে এলাকার লোকজনের মঙ্গল হয়। শুধু তাই নয়, পবিত্র গীতাতেও বট পাকুরের বিয়ের কথা উল্লেখ রয়েছে। পূর্বকাল থেকেই এই ধরনের বিয়ের প্রচলন হয়ে আসছে। তাই এমন বিয়েতে থাকতে পেরে তিনি অনেক আনন্দিত বলে জানান।

এলাকার স্বপন কুমার দাস জানান, গ্রামের সবাই মিলে চাঁদা দিয়ে এই বিয়ের আয়োজন করেছে। দুই গ্রামের লোকজন মিলে এমন আয়োজন করা তারা বেশ খুশি।

বিয়ে দেখতে আসা সুমনা সরকার জানান, এই ধরনের বিয়ের কথা তিনি শুনেছেন। কিন্তু কখনোই এ ধরনের বিয়ে দেখা হয়নি। তাই অনেক আগ্রহ নিয়ে এই বিয়ে দেখতে এসেছেন।

তিনি আরও বলেন, ‘বট ও পাকুরের এই বিয়েতে কোনও মঙ্গল হবে কি না জানি না, তবে ধর্ম মতে দেওয়া এই বিয়েতে আমি থাকতে পেরে অনেক খুশী।

আরও পড়ুন: নেত্রকোনায় এক সপ্তাহ ধরে স্কুল ছাত্র নিখোঁজ

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া