X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মামার পরামর্শে সিলেট ত্যাগ করে ফয়জুলের ভাই এনামুল

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ২১:২০

এনামুল হাসান (ফাইল ছবি)

গত ৩ মার্চ বিকাল ৫টা ৪০ মিনিটে জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনার পর পরই এ খবর জেনে যান ফয়জুরের মামা ফজলুর রহমান। এরপর তিনি ফয়জুলের ভাই এনামুল হাসানকে ফোন দিয়ে পরিবারের বাকি সদস্যদের নিয়ে সিলেট ছাড়তে পরামর্শ দেন। মামা ফজলুর রহমানের এ পরামর্শে এনামুল পরিবারের সবাইকে নিয়ে সিএনজি অটোরিকশা করে সিলেটের জালালাবাদ থানাধীন শেখপাড়ার বাসা ছাড়েন।

মঙ্গলবার (২০ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক হরিদাস কুমারের কাছে দেওয়া জবানবন্দিতে এনামুল হাসান এসব তথ্য জানিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সিলেট আদালতের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলার পর পরই ফজলুর রহমান ফোন করে ভাগ্নে এনামুলকে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। অন্যথায় এনামুল ও তার পরিবারের বাকি সদস্যদের পুলিশ ধরে নিয়ে যাবে বলে জানান। এসময় ফজলুর রহমান এনামুলকে আরও জানান, জাফর ইকবালের ওপর হামলার সময়ই ফয়জুল ধরা পড়েছে। তাকে শিক্ষার্থীরা মারধর করে বিশ্ববিদ্যালয়ে আটকে রেখেছে। আদালতে দেওয়া জবানবন্দিতে এনামুল এসব তথ্য জানিয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামা ফজলুর রহমানের কাছ থেকে খবর পাওয়ার পর ফয়জুলের মোবাইল, ট্যাব, মেমোরি কার্ডসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে সিলেট ছাড়ে এনামুল।

অমূল্য কুমার চৌধুরী জানান, জবানবন্দিতে ফয়জুল সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়েছে এনামুল। এর মধ্যে ফয়জুল বাসায় বসে কী করত, সেসব তথ্যও রয়েছে।

এদিকে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফয়জুলের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও ভাই এনামুল হাসানকে সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ গ্রেফতার দেখিয়েছে বলেও জানান তিনি।

গত ৩ মার্চ পুলিশের একটি দল শেখপাড়ায় অভিযান চালিয়ে প্রথমে ফয়জুলের মামা ফজুলর রহমানকে গ্রেফতার করে। এরপর তাকে প্রায় ৯ দিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল।

গত ৪ মার্চ রাতে ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। আর গত ৮ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গাজীপুর এলাকা থেকে এনামুলকে আটক করে।

গত ১১ মার্চ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালতে ফয়জুরের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। শুনানি শেষে আদালতে বিচারক মিনারা বেগমের  দুই দিন, বাবা মাওলানা আতিকুর রহমানের পাঁচ দিন এবং মামা ফজুলর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ১৫ মার্চ আদালতে দেওয়া জবানবন্দিতে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান জানান, গত ৩-৪ বছর থেকে ফয়জুলের ধর্মপালনে বেশ পরিবর্তন আসে। সুন্নি হওয়ার পরও গত কয়েক বছরে সে লা মাযহাবি মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠে। তবে তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা তার (আতিকুর রহমান) জানা নেই।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা