X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৩:৪৩আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০৩

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা চাঁপাইনবাবগঞ্জে আব্দুর রহমান হত্যা মামলায় স্ত্রী ও ছেলেসহ ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহত আব্দুর রহমানের স্ত্রী সাহার বানু (৪৪), ছেলে আব্দুল হাকিম (৩১), সাহার বানুর বোন হাজেরা বেগম (৪৮), ভাই রিয়াজুল ইসলাম (৫৮), মতিউর রহমান (৪৬) ও হাবিবুর রহমান (৪১)। 

নিহত আব্দুর রহমানের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুর রহমানের কাছ থেকে তার স্ত্রী সাহার বানু ৭০ হাজার টাকা ধার নিয়ে ভাই মতিউর রহমানকে দেন। পরবর্তীতে টাকা ফেরত দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় আব্দুর রহমানকে বাড়ির বাইরে একটি আমবাগানে ডেকে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুহুল আমিন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ  দুপুরে অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহির জামিল।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী