X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ৪৫ ঘর আগুনে পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৭:০০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:০৪

আগুনে পুড়ে ছাই হওয়া ঘর (ছবি- প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুরে ১৩টি পরিবারের ৪৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু ও শতাধিক হাঁস-মুরগি। পরিবারগুলোর দাবি, এ ঘটনায় তাদের প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকালের দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সবুজ হোসেন এ খবর নিশ্চিত করেন।

বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল চৌধুরী বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘরে জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।’ তিনি আরও জানান, মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে আনোয়ার হোসেনসহ ওই গ্রামের ১৩টি পরিবারের ৪৫টি টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরুসহ শতাধিক হাঁস-মুরগি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সবুজ হোসেন জানান, রাতে জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারগুলোর দাবি, আগুনে ১৩টি পরিবারের অন্তত অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদ ঘটনাস্থল পরির্দশন করে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ তিন হাজার করে টাকা, দুই বান্ডিল করে ঢেউটিন, দুইটি করে কম্বল, শাড়ি ও লুঙ্গি এবং শুকনো খাবার বিতরণ করেন।

মোহাম্মদ বজলুর রশীদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা