X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার: ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোবিপ্রবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৭:০৪আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:২৩

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রক্টর মুশফিকুর রহমানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ ও ২, হাজী ইদ্রিস মিলনায়তন এবং গ্রন্থাগারের প্রধান ফটকে তালা দিয়ে তারা অবস্থান ধর্মঘট পালন করছে। তবে প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ৯ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীরা জানান, গত ২৭ ফেব্রয়ারি একাডেমিক কাউন্সিলের বৈঠকে উপাচার্যের একক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ৪ মার্চ বিকালে একদল শিক্ষার্থী উপাচার্যের দফতরে গিয়ে আগের ২৫টি বিভাগের সুযোগ-সুবিধা নিশ্চিত না করে নতুন বিভাগ না খোলাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এসব দাবি নিয়ে উপাচার্যের দফতরের সামনে শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যসহ কয়েকজন শিক্ষকের বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একাডেমিক ভবন ১-এর সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা। সাত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ছাড়াও তারা প্রক্টরের পদত্যাগ দাবি করছেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আরও সাতটি দাবি রয়েছে তাদের।
এদিকে, মঙ্গলবার (২০ মার্চ) বিকালেই ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রারের দফতরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির আগেই ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। শিক্ষার্থীদের আন্দোলন বা বিক্ষোভ নিয়ে আমার কোনও দায় নেই।’
প্রক্টর মুশফিকুর রহমানের পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নোবিপ্রবির রেজিস্ট্রার মো. মমিনুল হক। তবে পদত্যাগপত্র গৃহীত হবে কি না— সে সিদ্ধান্ত উপাচার্য নেবেন বলে জানান তিনি।
আরও পড়ুন-
সৈয়দপুরে ৪৫ ঘর আগুনে পুড়ে ছাই
ফারুক হত্যা মামলা: তৃতীয় দফায় স্বাক্ষ্যগ্রহণ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!