X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস রোধ করতে পারে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষামন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৯:২০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৯:২০

 ৪৭তম শীতকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন,‘জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস রোধ করতে পারে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আমরা পাঠ্যপুস্তকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় অন্তর্ভুক্ত করেছি।’ বুধবার সকালে বরিশালে ৪৭তম শীতকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,‘কেবল পড়ালেখা নয় শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচিতে যোগ দিতে হবে।  শিক্ষার্থীদের এ ধরনের কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাই।’

মন্ত্রী আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, আমরা ধর্মের নামে কোনও শিক্ষার্থীর জীবন নষ্ট হতে দিতে পারি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের জন্য আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে  তোলা। সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে আমরা বিশ্ব মানের শিক্ষা দিয়ে  গড়ে তুলছি।’

তিনি বলেন,‘বাংলাদেশ আজ  চরম দারিদ্র দেশ থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণে এ অর্জন সম্ভব হয়েছে।

জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এই প্রতিযোগিতা ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে।

এবারের প্রতিযোগিতায় ৪টি অঞ্চলের ২৭২টি স্কুল, ৭টি মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয় থেকে ৪৬৪জন ছাত্র এবং ৩৪৪জন ছাত্রীসহ মোট ৮০৮ জন প্রতিযোগী হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসসহ মোট ১৩টি বিষয়ে ৩৫টি ইভেন্টের খেলায় অংশ নিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মো. আলমগীর, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

৪টি অঞ্চলের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নিয়ে গঠিত ‘বকুল অঞ্চলের জার্সি রং ছিল সবুজ। খুলনা ও বরিশাল নিয়ে গঠিত ‘গোলাপ অঞ্চলের জার্সি রং ছিল বেগুনি। ঢাকা ও ময়মনসিংহ নিয়ে গঠিত ‘পদ্মা অঞ্চলের জার্সি রং ছিল নীল এবং রাজশাহী ও রংপুর গিয়ে গঠিত ‘চাপা অঞ্চলের জার্সি রং ছিল লাল।

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এছাড়া প্রতিযোগীতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অধিকারীকে স্বর্ণ, দ্বিতীয় স্থান অধিকারীকে রৌপ্য এবং তৃতীয় স্থান অধিকারীকে তামার মেডেল ও ট্রফিসহ বিভিন্ন হারে প্রাইজবন্ড দেওয়া হবে।

আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকসেবায় স্বাস্থ্য ক্যাম্প 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়