X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনা: স্ত্রীর পাশে সমাহিত হবেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

রাজশাহী প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ২৩:১৮আপডেট : ২১ মার্চ ২০১৮, ২৩:২৫

নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতি (ছবি- প্রতিনিধি)

সব অনিশ্চয়তা কাটিয়ে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত অবশিষ্ট তিন বাংলাদেশির লাশও আগামীকাল (বৃহস্পতিবার, ২২ মার্চ) দেশে আসছে। এই তিন লাশের একটি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের। স্বজনেরা জানিয়েছেন, গত সোমবার লাশ হয়ে দেশে ফেরেন নজরুল ইসলামের স্ত্রী আখতারা বেগম। তাকে সমাহিত করা হয় রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্বর সংলগ্ন গোরহাঙ্গা কবরস্থানে। কাল নজরুল ইসলামের লাশ দেশে আসলে স্ত্রীর পাশের কবরে তাকেও দাফন করা হবে।

বুধবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলামের মেয়ে-জামাই অ্যাডভোকেট ইমরান হোসেন বলেন, ‘আজ (বুধবার) বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় আমার শ্বশুরের লাশ হস্তান্তর করা হবে। তার দুই মেয়ে বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় আমাদের কোনও আনুষ্ঠানিকতা না থাকায় লাশ একটি গাড়িতে করে সরাসরি আমার শ্বশুরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ীতে নেওয়া হবে। সেখানে সকালে অথবা জুমার নামাজের পর জানাজা শেষে লাশ আবার রাজশাহীতে নিয়ে আসা হবে। এরপর দ্বিতীয় জানাজা শেষে আমার শ্বাশুড়ির পাশে শ্বশুরকে দাফন করা হবে।’

ইমরান হোসেন বলেন, ‘আমার শ্বশুর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই গার্ড অব অনারের জন্য জেলা প্রশাসনকে বলা হয়েছে। আমার শ্বশুর ভারতের শিলিগুড়িতে ট্রেনিং করে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে করেছিলেন, যার সনদ– ১৮৭১৬৯। মুক্তিযোদ্ধা আইডি নম্বর– ০৫০২০৩০৩৭০, লাল মুক্তিবার্তা নং– ০৩০৩০৪০১৫৫।’

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) রাজশাহী ব্রাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার স্ত্রী আখতারা বেগম রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষক। সম্প্রতি তারা দুজনেই অবসরে যান। উপশহর এলাকার এক নম্বর সেক্টরের ৩১৯ নম্বর বাড়িটিতে থাকতেন মোহাম্মদ নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতি। তাদের দুই মেয়ে নাজনীন আখতার কাঁকন ও নারগিস আখতার কনক। বড় মেয়ে কাঁকনের বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে কনক ঢাকার উত্তরার উইমেনস মেডিক্যাল কলেজের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। তারা দুই জনেই ঢাকায় থাকেন। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতি দুই জনেই বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। রাজশাহীতে আসতেন বাড়িঘর দেখাশুনা করতে ও ভাড়া নিতে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা