X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ০১:৩১আপডেট : ২২ মার্চ ২০১৮, ১২:২৬

গাইবান্ধা জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের টাকা না পাওয়ার জেরে স্ত্রী শিথিলা বেগমকে (১৮) ছুরিকাঘাতের পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে হাসপাতালে শিথিলার অবস্থাও আশঙ্কাজনক। বুধবার (২১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বামী দুলাল মিয়ার (২০)।
এর আগে, বুধবার সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে দুলালের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দুলাল মিয়া আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে ও শিথিলা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের সাদা মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন মাস আগে পারিবারিকভাবে দুলালের সঙ্গে স্কুলছাত্রী শিথিলার বিয়ে হয়। বিয়ের সময় দুলালকে একটি মোটরসাইকেল দেন শিথিলার বাবা। এরপর থেকেই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য শিথিলাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন দুলাল। এ নিয়ে উভয়ের মধ্যে কলহ চলছিল। বুধবার সন্ধ্যার দিকে টাকা নিয়ে দুলাল মিয়া ও শিথিলার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুলাল মিয়া উত্তেজিত হয়ে শিথিলার বুকে ছুরিকাঘাত করেন। এতে শিথিলা জ্ঞান হারালে দুলাল মিয়া নিজেও একই ছুরি তার পেটে ও বুকে বসিয়ে দেন। পরে বাড়ির লোকজন ছুটে এসে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে মৃত্যু হয় দুলালের।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সজিব কুমার বলেন, ‘দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুকে ছুরিকাঘাতের কারণে শিথিলার অবস্থাও আশঙ্কাজনক।’
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম বলেন, ‘মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার টাকা না পাওয়ার জেরেই এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!