X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১১:০৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:০৫





শরীয়তপুর শরীয়তপুর সদর উপজেলার উপুড়গাঁও গ্রামে সজীব সরদার (১৯) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সজীব পেশায় রিকশা চালক এবং শরীয়তপুর পৌরসভার নীলকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সজীব বুধবার রাতে রিকশা নিয়ে বের হয়ে যায়। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় সজীবকে ফোন করেন তার বাবা। কিন্তু অনেকবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। রাত পৌনে ১২টার দিকে আংগারিয়া গুচ্ছগ্রামের কাছে রাস্তার পাশে তার রিকশাটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে  সকালে  উপুড়গাঁও গ্রামের একটি ফসলি জমিতে সজীবের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  


নিহত সজীবের বাবা আব্দুল কুদ্দুস সরদার বলেন, ‘কারা আমার ছেলেকে খুন করেছে জানিনা। তবে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তিনি দীর্ঘদিন ধরে এখান থেকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন। এ কারণেও আমার ছেলেকে মেরে ফেলা হতে পারে।’







ওসি মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে সজীবের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি