X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ র‌্যালি সারাদেশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১৩:৪৯আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৪:০০

খুলনায় বর্ণিল আনন্দ শোভাযাত্রা ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয় মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। গরিব দেশ,  শুধু সাহায্য চায়—এরকম ভাবমূর্তি এখন আর নেই বাংলাদেশের। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের ও গৌরবের। তাই তো দেশ এখন আনন্দের বন্যায় ভাসছে। এই উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এই কর্মসূচি ২০ মার্চ শুরু হয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে উৎসব করছে আজ বৃহস্পতিবার।

রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপন করা হচ্ছে এই অর্জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।  পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ড. মোস্তফা খালেদ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. বেল্লাল হোসেন খান, জেলা তথ্য কর্মর্কতা আবদুল্ল্যা আল মামুন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন।

লক্ষ্মীপুরে শোভাযাত্রা খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনা জেলা প্রশাসনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ মুক্তিযোদ্ধা, খুলনা বিভাগীয় প্রশাসন, ডিআইজি অফিস, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন অংশগ্রহণ করে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে  সার্কিট হাউজ মাঠ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। এর আগে সার্কিট হাউজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রতিনিধি জানান,  বাগেরহাট জেলা প্রশাসন সকাল ৯টায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসান।

ময়মনসিংহে শোভাযাত্রা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। পরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক।

নওগাঁ প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের জিলা স্কুল মাঠ থেকে বেরহওয়া র‌্যালি উদ্বোধন করেন সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। র‌্যালিতে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রওশন আরা ও সিভিল সার্জন মোমিনুল হক অংশ নেন। 

বেনাপোলে শোভাযাত্রা বেনাপোল প্রতিনিধি জানিয়েছেন,  বেনাপোল কাস্টমস হাউজের উদ্যোগে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নেতৃত্বে  র‌্যালিটি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাস্টমস ক্লাবের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি প্রতিনিধি জানান, সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর কবীর, সিভিল সার্জান ডা. শহিদ তালুকদার, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. আবুল কালাম আজাদ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে