X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

নরসিংদী প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ২০:০২আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:১৩

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

বিএনপিকে দেউলিয়াগ্রস্ত দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। গত ৯ বছর ধরে তাদের আন্দোলন করার কথা কেবল শুনে আসছি। তবে কখনও তাদের আন্দোলন করতে দেখিনি। তারা শুধু বলছে, আন্দোলন এই মাসে না, ওই মাসে। রোজার ঈদের পর না, কোরবানির ঈদের পর। এরপর আবার বলে পরীক্ষার পর। এরকম করতে করতে তারা ৯ বছর পার করেছে, দেউলিয়া হয়ে গেছে।’

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় উল্লেখ ছিল, কোনও দণ্ডিত দুর্নীতিবাজ বিএনপি করতে পারবে না। কিন্তু সেই ধারা তারা রাতের আঁধারে বাদ দিয়ে দিয়েছে। দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়াকে বাঁচাতে তারা গঠনতন্ত্রই বদলে ফেলেছে। এর মধ্য দিয়ে তারা মূলত দুর্নীতিকেই স্বীকৃতি দিয়েছে। বিএনপি এখন আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চালানো জরিপ দেখে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে জানিয়ে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা জরিপে এগিয়ে থাকবেন, তারাই মনোনয়ন পাবেন। তবে মনোনয়ন পেতে দলের নাম ব্যবহার করবেন না, দলের সভানেত্রীর গ্রিন সিগন্যাল পাওয়ার কথা দাবি করবেন না। প্রার্থী হন, কিন্তু দলের ক্ষতি করবেন না। আপনারা একে-অপরের নামে অপপ্রচার চালাবেন না। দলের কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পাদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আকতারুজ্জামান, রিয়াজুল কবির কাওছার, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না