X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত গেজেটে নাম নেই ঈশ্বরদীর পাঁচ মুক্তিযোদ্ধার

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
২৩ মার্চ ২০১৮, ০৯:৫০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১২:৫৩

পাবনার ঈশ্বরদীর পাঁচ মুক্তিযোদ্ধা চূড়ান্ত গেজেটে নাম নেই পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচ জন মুক্তিযোদ্ধার। কি কারণে তাদের নাম নেই, সেটাও জানেন না কেউই। আর চূড়ান্ত গেজেটে নাম না থাকাকে নিজেদের জন্য অপমান হিসেবে দেখছেন এই মুক্তিযোদ্ধারা।

পাঁচ মুক্তিযোদ্ধা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহমান সরদার, রেজাউল করিম, মন্টু মালিথা, জামাল উদ্দিন ও কামাল হোসেন।

আপন দুই ভাই রেজাউল করিম ও মন্টু মালিথা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানি না কিভাবে চূড়ান্ত গেজেটে নাম তালিকাভুক্ত করতে হয়। আমাদের অন্যান্য তালিকাসহ ২০১৩ সালের তালিকায় নাম আছে। কিন্তু কেন চূড়ান্ত গেজেটে নাম নাই, সেটা আমরা জানি না।’

সহোদর জামাল উদ্দিন ও কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টেরে এক সঙ্গে যুদ্ধ করেছি। সব তালিকাতেই আমাদের নাম আছে। কিন্তু চূড়ান্ত গেজেটে আমাদের নাম নেই।’

আব্দুর রহমান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে  মাওলানা আব্দুস সুবহানের (সোবহান মাওলানা) মামলার ৮ নম্বর সাক্ষী। এই কারণে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে আমার নিরাপত্তার কথা বললেও তার কোন গুরুত্ব দেন না। আমি গরিব মানুষ। আমার অস্ত্রের লাইসেন্স করার ক্ষমতাও নাই। পাঁচ বার আবেদন করেও মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকায় নরাম লেখাতে পারিনি।’

পাবনার ঈশ্বরদীর বাঁশেরবাদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম বলেন,‘একই তালিকার মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। অথচ পাঁচ জন বীর মুক্তিযোদ্ধা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এটা কাম্য নয়।’

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা অবশ্যই মুক্তিযোদ্ধা। কিন্তু, কেন তাদের চূড়ান্ত গেজেটে নাম নাই; সেটা আমার জানা নাই। এটা মুক্তিযোদ্ধা সম্পৃক্ত প্রশাসনের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আব্দুর রহমান সরদার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাজাকার মাওলানা আব্দুস সুবহানের মামলার সাক্ষী।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন, ‘যাচাই-বাছাই কমিটির সামনে তারা উপস্থিত হলে, অবশ্যই তাদের নাম পাঠানো হয়েছে। কোনও কারণে অনুপস্থিত হলে যথাযথ কারণ জানিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করলে তারা তালিকাভুক্ত হতে পারবেন।’  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি