X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লাভ দূরে থাক, ডিমের উৎপাদন খরচও পাচ্ছেন না খামারি

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৩ মার্চ ২০১৮, ১৪:২৫আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:১৮

মুরগির ডিমের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কিশোরগঞ্জের খামারিরা। লাভ দূরে থাক, ডিমের উৎপাদন খরচও পাচ্ছেন না তারা। এ অবস্থায় মড়ার ওপর খাঁড়ার ঘা’য়ের মতো বেড়ে গেছে মুরগির খাবার ও ওষুধপত্রের দাম। ফলে অনেকে পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন। দিনের পর দিন লোকসান দিয়ে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু খামার।

লোকসান গুনছেন খামারিরা কিশোরগঞ্জ সদরের দনাইল গ্রামের আরমান বিদেশ থেকে ফিরে বড় ভাই হুমায়ুনকে নিয়ে খামার দিয়ে এখন হতাশায় ভুগছেন। তিন হাজার মুরগির খামারে তারা এ পর্যন্ত বিনিয়োগ করেছেন ৩০ লাখ টাকা। কিন্তু লাভের মুখ দেখেননি এখনও। ডিমের দাম কমে যাওয়ায় প্রতিদিন তিন হাজার টাকা করে লোকসান হচ্ছে খামারে। এভাবে গত তিন মাসে পুঁজি থেকে অন্তত তিন লাখ টাকা চলে গেছে তাদের। অন্যদিকে, মুরগির খাবার এবং ওষুধপত্রের দামও লাগামছাড়া। এ অবস্থায় হিসাব মিলছে না কিছুতেই। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না তারা।

সদর উপজেলার কুট্টাগড় গ্রামের খামারি আবদুর রহমান জানান, প্রতিটি ডিমের উৎপাদন খরচ পড়ে প্রায় ৫ টাকা। অথচ এই ডিম বাজারে বিক্রি করতে হচ্ছে আমাদের ৪ টাকা ২০ পয়সা থেকে সাড়ে চার টাকায়। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা লোকসান হচ্ছে। ডিমপ্রতি যদি এক টাকা লাভ থাকতো, তাহলেই আমরা টিকে থাকতে পারতাম। আমার খামারে তিন হাজার মুরগি আছে। প্রতিদিন আমার দুই থেকে আড়াই হাজার টাকা লোকসান হচ্ছে। আগামীতে আর এ ব্যবসায় পা বাড়াবো না।

উৎপাদিত ডিম একই গ্রামের আবদুল মালেক বলেন, ‘আমি ব্যাংক থেকে ঋণ করে ছয় হাজার ডিম পাড়া মুরগির খামার করেছিলাম। এবার আমার সব শেষ। এই অবস্থায় ঋণের টাকা পরিশোধ কীভাবে করবো সে চিন্তায় আমি অস্থির।’

২০০৯ সালে প্রতি হালি ডিমের দাম ছিল ২৮ টাকা, ২০১৬ সালে ডিমের দাম বেড়ে দাঁড়ায় ৩৪ টাকায়। পরের বছর ৩২ টাকায় বিক্রি হয় এক হালি ডিম। আর এ বছর ডিমের বাজারে ধস নামে। বর্তমানে বাজারে এক হালি ডিম বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকায়। খামারিরা মনে করেন, বড় বড় কোম্পানিগুলো আগে কেবল বাচ্চা উৎপাদন করত, এখন তারাও ডিম উৎপাদন করছে। ফলে প্রান্তিক খামারিরা প্রতিযোগিতায় মার খাচ্ছে ওদের সঙ্গে। এছাড়া মুরগির খাবার এবং ওষুধপত্রের দাম বেড়ে যাওয়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ছে।

জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম খান বলেন, ‘বড় বড় কোম্পানিগুলো আগে শুধু মুরগির বাচ্চা উৎপাদন করতো। এখন তারা বাণিজ্যিকভাবে ডিমও উৎপাদন করে থাকে। তাদের ডিম উৎপাদন খরচ অনেক কম হলেও তৃণমূলে খামারিদের খরচ অনেক বেশি। যার কারণে গ্রামের ছোট খামারিরা কোনোভাবেই পেরে উঠছেন না।’

ডিমের উৎপাদন বেড়ে যাওয়ায় কমে গেছে দাম খামারিরা জানান, সদর উপজেলার এক বিন্নাটি ইউনিয়নেই রয়েছে ১৬ লাখ ডিমওয়ালা মুরগির খামার। তবে সারা জেলায় ঠিক কতটি খামার রয়েছে, তার সঠিক পরিসংখ্যান নেই জেলা প্রাণিসম্পদ অফিসে। অফিসটি জানিয়েছে, এ সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যেতে পারে। তাদের মতে, খামারের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় ডিমের উৎপাদন বেড়েছে কয়েকগুণ। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় কমে গেছে ডিমের দাম।

কিশোরগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. বাহাদুর আলী বলেন, ‘খামারগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে না পারায় খামারিরা প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা সবাইকে নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করছি। নিবন্ধন হলে সবকিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। সবাই বুঝে শুনে তারপর খামার করবে।’

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)