X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসে ময়মনসিংহে গ্রেফতার ১ হাজার ৮৫৩ জন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৩ মার্চ ২০১৮, ১৬:৩১আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:৩৩

ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ১ হাজার ৮৫৩ জন গ্রেফতার হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় এবং কারাগারে যাওয়াকে কেন্দ্র করে নাশকতা ও সহিংস ঘটনা এড়াতে সারা দেশের মতো ময়মনসিংহেও পুলিশ এ বিশেষ অভিযান চালায়।

একজনকে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি বাংলা ট্রিবিউনকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং নাশকতায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিশেষ অভিযান চলবে।’

জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারের তথ্য মতে, খালেদা জিয়ার মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারি পুলিশের বিশেষ অভিযানে প্রথম দফায় ৪৮ জন ও দ্বিতীয় দফায় ৯ জনকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি ২১ জন, ১০ ফেব্রুয়ারি ৪৪ জন, ১১ ফেব্রুয়ারি ৬৪ জন, ১২ ফেব্রুয়ারি ২৮ জন, ১৩ ফেব্রুয়ারি ৪৫ জন, ১৪ ফেব্রুয়ারি ৩৪ জন, ১৫ ফেব্রুয়ারি ৪৪ জন, ১৬ ফেব্রুয়ারি ৪১ জন, ১৭ ফেব্রুয়ারি ৪০ জন, ১৮ ফেব্রুয়ারি ৪৮ জন, ১৯ ফেব্রুয়ারি ৩৮ জন, ২০ ফেব্রুয়ারি ৪০ জন, ২১ ফেব্রুয়ারি ৪৮ জন, ২২ ফেব্রুয়ারি ৪৬ জন, ২৩ ফেব্রুয়ারি ৫৪ জন, ২৪ ফেব্রুয়ারি ৪৭ জন, ২৫ ফেব্রুয়ারি ৪০ জন, ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন, ২৭ ফেব্রুয়ারি ৪১ জন, ২৮ ফেব্রুয়ারি ৩৯ জন গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযানে গ্রেফতার এরপর ১ মার্চ ৪৭ জন, ২ মার্চ ৪১ জন, ৩ মার্চ ৩৩ জন, ৫ মার্চ ৩২ জন, ৬ মার্চ ৫২ জন, ৭ মার্চ ৫৩ জন, ৮ মার্চ ৪৩ জন, ৯ মার্চ ৪০ জন, ১০ মার্চ ৪০ জন, ১১ মার্চ ৪২ জন, ১২ মার্চ ৪৪ জন, ১৩ মার্চ ৪০ জন, ১৪ মার্চ ৪৬ জন, ১৫ মার্চ ৩৩ জন, ১৬ মার্চ ৪৮ জন, ১৭ মার্চ ৫০ জন, ১৮ মার্চ ৪৩ জন, ১৯ মার্চ ৫৬ জন, ২০ মার্চ ৪৩ জন, ২১ মার্চ ৪৫ জন, ২২ মার্চ ৩৬ জন, ২৩ মার্চ শুক্রবার ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে ১ হাজার ৮৫৩ জন গ্রেফতার হয়েছে।

এর মধ্যে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণার পরদিন ৯ ফেব্রুয়ারি মহানগরীর বাউন্ডারি রোড এলাকায় মিছিল বের করার চেষ্টা করার সময় ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ গ্রেফতার হয়েছিলেন। তিনি বর্তমানে জামিনে আছেন। তিনি জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল দুর্বল করার জন্যই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতার আতঙ্কে এখনও নেতাকর্মীরা নিজেদের বাড়ি ঘরে থাকতে পারছে না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, পুলিশের বিশেষ অভিযান ছিল দেশের জন্য একটি যুগোপযুগী সিদ্ধান্ত। এই অভিযানে বিপুল সংখ্যক গ্রেফতারের কারণে গত ২০১৪ ও ১৫ সালের মতো বিএনপি জামাত সন্ত্রাসী কার্যক্রম করতে পারেনি। ফলে দেশ ও দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!