X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশের উন্নয়নশীল স্বীকৃতি সহ্য হচ্ছে না বিএনপির: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৭:১০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:১৭

কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

পাকিস্তানের প্রেতাত্মারা দেশের অগ্রযাত্রা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এটা বিএনপির সহ্য হচ্ছে না। দলটির নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে, দেশের উন্নয়ন স্বীকৃতিতে তাদের গাত্রদাহ হচ্ছে। বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করছে, তখন বিএনপি নেতাকর্মীরা মনের কষ্ট থেকে যা খুশি তা বলছে।’

শুক্রবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘মওদুদ সাহেব কেবল আইনজীবী হিসেবেই প্রখ্যাত নন, একজন প্রতারক হিসেবেও তিনি পরিচিত। এক মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে তিনি বাড়ি দখল করেছিলেন। পরে আদালতের রায়ে তিনি সেই বাড়ি থেকে বিতারিত হন। এই ধরনের প্রতারকদের মুখ থেকে কেবল প্রতারণামূলক কথা-বার্তাই বের হয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বা বর্তমান সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। তথ্য প্রমাণের ভিত্তিতেই খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছেন।’

পরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বাশিপের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)