X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাঁশহাটা খালে সেতু নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ২০:১৫আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২০:২৬

খালে সেতু নেই, তাই অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে স্থানীয়দের (ছবি- প্রতিনিধি)

বগুড়ার সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা খালের ওপর সেতু না থাকায় পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে অনেকটা পথ ঘুরে এ খাল পার হওয়া গেলেও বর্ষাকালে তাও সম্ভব হয় না। ওই সময় খাল পার হওয়ার জন্য নৌকার দরকার হয়। বর্ষাকালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যেতে-আসতে তাদের নৌকার অপেক্ষায়ই কেটে যায় অনেক সময়। এছাড়া, খালে সেতু না থাকায় হঠাৎ কেউ অসুস্থ হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া যায় না।

বাঁশহাটা গ্রামের বৃদ্ধ বাচ্চু প্রমাণিক, মাহমুদুল হাসান মঞ্জু, সায়েদ আলী জানান, ব্রিটিশ আমলে জেলা বোর্ডের আওতায় আমতলা-বাঁশহাটা সড়ক নির্মিত হয়। ওই সময় বাঁশহাটা খালে একটি কালভার্টও নির্মাণ করা হয়। কিন্তু ১৯৮৮ সালে ভয়াবহ বন্যায় ওই কালভার্ট বিধ্বস্ত হয়। ওই সময় ভাঙনে খালের দৈর্ঘ্যও বেড়ে যায়। এরপর থেকে স্থানীয়রা ওই খালে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ দীর্ঘ সময়েও স্থানীয়দের সে দাবি পূরণ হয়নি।

একই গ্রামের কাজলি বেগম নামের এক নারী জানান, গত বছরের বন্যার সময় তার মেয়ে তাসলিমার প্রসবব্যথা শুরু হয়। তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনেক কষ্টে ভ্যানগাড়ির ব্যবস্থা করা হয়। কিন্তু খালে সেতু না থাকায় ভ্যান আর বাড়ি পর্যন্ত আসতে পারেনি। পরে তার মেয়েকে কাঁধে করে খাল পার করে শহরের হাসপাতালে নেওয়া হয়।

ব্র্যাকের কর্মী হেলেনা খাতুন জানান, তিনি পুষ্টি বিষয়ে ওই গ্রামের গর্ভবতী মায়েদের নানান তথ্য দেন। সেতু না থাকায় তাকে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়।

কৃষক ইয়াসিন আলী ও আলাল মণ্ডল জানান, প্রতি বছর বর্ষার সময় বাঙালি ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে বাঁশহাটা খালে পানি বেড়ে যায়। ওই সময় তারা ঘুরে খাল পার হতে পারেন না। জনপ্রতিনিধিরা ভোটের আগে খালে সেতু নির্মাণের আশ্বাস দিলেও পরে আর খোঁজ-খবর নেন না।

ভেলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন জানান, তার ইউনিয়নের বিভিন্ন সড়ক সংলগ্ন খালে সেতু নির্মাণের জন্য সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘবে বাঁশহাটা খালের ওপর জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণ করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা