X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালি মাঠে গোল দিতে চায় না আ.লীগ: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ২২:০০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২২:০৮

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

চলতি বছরের বিজয়ের মাস ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘খেলা হবে মাঠে। তবে খালি মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ; বরং প্রতিপক্ষ দলগুলোকে হারিয়েই জিততেই চায়।’

উন্নয়ন ও শান্তির জন্য দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাসীদের ভোট দেবে না জনগণ। জনগণ মনে করে, যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের ভোট চাওয়ারই অধিকার নেই।’

আগামী নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দাবি করে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে প্রমাণ হবে, মানুষ কাদের ক্ষমতায় চায়, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে, নাকি পাকিস্তানের প্রেতাত্মাদের।’

শুক্রবার (২৩ মার্চ) সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৃথক দুই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার কাজে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক বরাদ্ধ দেবেন, তার জন্যই গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে নৌকায় ভোট চাইতে হবে।’

নির্বাচন সংবিধান মেনেই হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। তবে নির্বাচন পরিচালনা করবে কমিশন। এর বাইরে যাবার কোনও সুযোগ নেই।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কেউ তাকে জেলে রাখতে চায় না। আইনের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।’

সকাল ১১টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন– সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম। বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শাহজাদপুর সরকারি কলেজ মাঠের জনসভায় সভাপতিত্ব করেন– হাসিবুর রহমান স্বপন।

পৃথক দুই জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, আমজাদ হোসেন মিলন, আব্দুল মজিদ মণ্ডল, সেলিনা বেগম স্বপ্না, সফিকুল ইসলাম সফি, চয়ন ইসলাম, ড. সাজ্জাদ হায়দার লিটন প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা