X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘শোকজের জবাব না দেওয়ায়’ বরখাস্ত হলেন মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা শাহাদাত

রাজশাহী প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ২২:৩১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২২:৪৭

সালমা শাহাদাত

মাদারবখস গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদাতকে। কলেজটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার বরখাস্তের এই আদেশ দেওয়া হয়। তবে শনিবার (২৪ মার্চ) বিষয়টি জানাজানি হয়।

শফিকুর রহমান বাদশা বলেন, ২০০৩ সাল থেকে মাদারবখস গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যক্ষ হিসেবে পালন করে আসছিলেন সালমা শাহাদাত। সম্প্রতি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে। এ নিয়ে তাকে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের কোনও জবাব দেননি। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বরখাস্তের আদেশের কপি সালমা শাহাদাতকেও দেওয়া হয়েছে। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দফতরে তা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সালমা শাহাদাত বলেন, ‘সভাপতি এককভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। কলেজে চিঠিটা আজ (শনিবার) আমি পেয়েছি। কিন্তু তিনি এটা করতে পারেন না। কলেজ পরিচালনা পর্ষদের সভায় আমাকে বরখাস্তের বিষয়ে অনুমোদন নিতে হতো। পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি তিনি উত্থাপন না করে এককভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেছেন।’

সালমা শাহাদাত আরও বলেন, ‘সভাপতি কলেজের একজন শিক্ষককে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে বলেছিলেন। কিন্তু পরিচালনা পর্ষদ এর অনুমোদন দেয়নি। এজন্য তিনি ওই শিক্ষককে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে আমাকে বরখাস্তের আদেশ দিয়েছেন।’

সালমা শাহাদাত বলেন, ‘দায়িত্ব হস্তান্তরের জন্য আমাকে গত বুধবার সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু আমি তা করেননি। শনিবারও আমি কলেজ করেছি। আগামীতেও করবো। একক সিদ্ধান্তে সভাপতি আমাকে বরখাস্ত করতে পারেন না।’

এ ব্যাপারে শফিকুর রহমান বাদশা বলেন, ‘নিয়ম আছে, শোকজ করার পরও জবাব না দিলে সভাপতি একক সিদ্ধান্তে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করতে পারেন। আমি তাই করেছি। স্থায়ীভাবে বরখাস্ত করতে হলে পরিচালনা পর্ষদের অনুমোদন লাগে। একক সিদ্ধান্তে বরখাস্ত করায় অধ্যক্ষ সালমা আদালতে গেলেও কিছু যায়-আসে না।’

শফিকুর রহমান বাদশা অভিযোগ করেন, ‘পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত অধ্যক্ষ সালমা শাহাদাত মানেন না। কোনও সিদ্ধান্ত নিলে তিনি বাস্তবায়ন করেন না। এছাড়া, কলেজের নিয়োগ প্রক্রিয়ায়সহ বিভিন্ন কাজে তিনি ব্যাপক অনিয়ম করেছেন। পরিচালনা পর্ষদ সেসব অনিয়মের জবাব চাইলেও অধ্যক্ষ সালমা তা দেননি। ফলে বাধ্য হয়ে পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এছাড়া, রাজশাহী মাদারবখস গার্হস্থ্য অর্থনীতি কলেজে কোনও জাতীয় দিবস পালন করা হতো না। পরিচালনা পর্ষদের চাপে গত দুই বছর ধরে পালন করলেও শহীদ মিনারে ফুল দেয় না তারা। শুধু র‌্যালি করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন করা হয়।’

এ বিষয়ে সালমা শাহাদাত বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। নিয়মিত সব দিবস পালিত হয়। বিধিসম্মতভাবে বরখাস্ত না করায় আমি ওই আদেশ মানছি না। নিয়মিত অফিস করছি।’

এদিকে, সালমাকে সাময়িক বরখাস্তের পর কলেজের ইতহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপিকা মাহমুদা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’