X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আগামী নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন’

বাগেরহাট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৩:২৮আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৩:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশ                        
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো.রেজাউল করিম বলেছেন,‘আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩শ’ আসনেই প্রার্থী দেবে। এরমধ্যে সব আসনে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আর এই প্রার্থীদের বিজয়ী করতে ওলামা-মাসায়েকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’ রবিবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসায় ওলামা-মাসায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন,‘ইতিমধ্যে প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির দল। পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের বিজয়ের কোনও নজির নেই। তাই জামায়াতে ইসলামী এদেশে কখনও ক্ষমতায় আসতে পারবে না।

এদেশে ইসলামের প্রচারে আলেমদের ভূমিকা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন,‘যখনই ইসলামের ওপর কোনও কালো ছায়া নেমে আসে তখনই আলেমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। স্বাধীনতার ৪৭ বছর পরও বাংলাদেশে ইসলামী দলগুলোর তথা মুসলমানদের কোনও অবস্থান নেই। বিগত দিনে ইসলামী দলগুলো অনইসলামিক দলগুলোর সঙ্গে মিশে ক্ষমতায় গেলেও সংসদে বসে মদের লাইসেন্সসহ বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাস করেছেন।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে এদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে বলে তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আয়োজনে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদ্রাসার মুহাতামীম মাওলানা মো. আব্দুল মজিদ, ছারছিনার ছোট পীর সাহেব আরিফ বিল্লাহ সিদ্দিকী, ইসলামী আন্দোলনের খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নেছার উদ্দিন, ইসলামী আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি আ. রহমান আজাদ, বাগেরহাট কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দেস, মাওলানা মো. নাসির উদ্দিন কাসেমী প্রমুখ।

পরে তিনি খুলনা সিটি করপোরেশন ও বাগেরহাটের চারটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ  

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা