X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোলায় তরমুজের বাম্পার ফলন, খুশি চাষিরা

আহাদ চৌধুরী তুহিন, ভোলা
০৬ এপ্রিল ২০১৮, ১৭:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৮:০০

জড়ো করে রাখা তরমুজ (ছবি- প্রতিনিধি)

ভোলার বিভিন্ন এলাকায় তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে খেত থেকে তরমুজ তুলে বিক্রি শুরু করেছেন চাষিরা। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকায়ও যাচ্ছে এসব তরমুজ। ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি।

চাষিরা জানান, গত বছর বর্ষায় তরমুজ ক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হন অনেকে। এবার তারা আর তরমুজ চাষ করেননি। তবে যারা করেছেন তারা বাম্পার ফলন পেয়েছেন। বৃষ্টিপাত না হওয়ায় এবার বাম্পার ফলন হয়েছে। চাষিদের অভিযোগ, এ বছর তরমুজ চাষে কৃষি অফিস থেকে কোনও সহযোগিতা পাননি, এমনকি পরামর্শও না।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, গত বছর জেলার সাত উপজেলায় ১২ হাজার ৫শ’ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছিল। তবে এবছর চাষ হয়েছে মাত্র তিন হাজার ১শ’ ৬০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর ৯ হাজার ৩৪০ হেক্টর কম জমিতে তরমুজ চাষ হয়েছে।

জেলা কৃষি অফিস সূত্র জানায়, ভোলায় তরমুজ চাষের জন্য বিখ্যাত চরফ্যাশন উপজেলা। এখানে গত বছর ১১ হাজার ২০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এবছর চাষ হয়েছে মাত্র দুই হাজার ৫শ’ হেক্টর জমিতে। ভোলা সদর উপজেলায় গত বছর তরমুজ চাষ হয়েছিল ৮শ’ ৭০ হেক্টর জমিতে, আর এবছর চাষ হয়েছে ২৫০ হেক্টর জমিতে। দৌলতখান উপজেলায় গত বছরের তুলনায় এ বছর ৮০ হেক্টর কম জমিতে তরমুজ চাষ হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের তুলনায় এ বছর ৪৫ হেক্টর কম জমিতে তরমুজ চাষ হয়েছে। তজুমদ্দিন উপজেলায় গত বছরের তুলনায় এবছর ৬৫ হেক্টর কম জমিতে তরমুজ চাষ হয়েছে। লালমোহন উপজেলায় গত বছরের তুলনায় এবছর ২৫০ হেক্টর কম জমিতে তরমুজ চাষ হয়েছে। এ ছাড়া, মনপুরা উপজেলায় গত বছর ১০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এবছর তরমুজ চাষই হয়নি।

তরমুজ কেটে পাইকারকে দেখাচ্ছেন চাষি (ছবি- প্রতিনিধি)

চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসনগঞ্জের চাষি মুনছুর মিয়া জানান, তিনি গত বছর ৩০ একর জমিতে তরমুজ চাষ করেছেন। মৌসমের শেষের দিকে বৃষ্টিপাত হওয়ায় ক্ষতিগ্রস্ত হন। তাই এবছর ১০ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে।

দুলারহাট থানার মুজিবনগরের মনির হাওলাদার জানান, তিনি এবছর ১২ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে তিনি পাঁচ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন।

জমি থেকে তরমুজ কিনছেন পাইকাররা (ছবি- প্রতিনিধি)

নিলকমল ইউনিয়নের ঘোষারহাট এলাকার তরমুজ চাষী জাহাঙ্গীর মিয়া জানান, তিনি প্রতি বছরের মতো এবারও ১০ একর জমিতে তরমুজ চাষ করেছেন। এবছর কৃষি অফিস থেকে তাদের কোনও ধরনের সহযোগিতা করা হয়নি।

ভালো ফলন পাওয়ার কথা আরও জানিয়েছেন লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়ার চরের চাষি ফরুক মিয়া, সদরের ভেলুমিয়া ইউনিয়নের চাষি আলমগীর মিয়াসহ অনেকে।

মাঠ থেকে তরমুজ তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন চাষিরা (ছবি- প্রতিনিধি)

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রশান্ত কুমার শাহা জানান, এবছর ৩ হাজার ১৬০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা