X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, পরীক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৭

গাজীপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, পরীক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুরে ভুল প্রশ্নপত্র বিতরণ করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে তারা এ বিক্ষোভ করে।




বিক্ষোভকারীরা এসময় জয়দেবপুরের রাজবাড়ীর প্রধান সড়ক অবরোধ করে রাখে। গাজীপুরের আজিমুদ্দিন কলেজ কেন্দ্রে আইসিটি বিষয়ের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্নপত্রে এই ঘটনা ঘটে। গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ওই কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরে জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার কথা বললে দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ উঠিয়ে নেয়।
মানবিক শাখার পরীক্ষার্থী শাকিরা মাহমুদ ও বিজ্ঞান বিভাগের মৃত্তিকা জানান, পরীক্ষাকেন্দ্রে শিক্ষকেরা তাদের ‘‘লাউকপি” প্রশ্নপত্র বিতরণ করে। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র অনেকটা জটিল মনে হয়েছে। পরে পরীক্ষা শেষে বাইরে বের হয়ে অন্য একটি কেন্দ্রের প্রশ্নপত্র যাচাই করে দেখতে পায় অন্যরা “ওলকপি” নামে প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। প্রশ্নপত্রে ভিন্নতার খবরটি মুহূর্তের মধ্যে অন্য সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে ও রাজবাড়ী সড়ক অবরোধ করে প্রতিবাদে মানববন্ধন করে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা জানান, বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বিকাল ৪টায় আলোচনায় বসেছেন।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘পরীক্ষা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাকে প্রশ্নপত্রের সেট কোডের ক্ষুদে বার্তা পাঠানো হয়। ওই ট্যাগ কর্মকর্তা বার্তাটি পড়তে ভুল করেছেন। তিনি ১ এর পরিবর্তে ২ পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান দেওয়া হয়েছে। এ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং কথা বলা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না।’
এদিকে প্রকৃত ঘটনা উদঘাটনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা