X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২০ বছরেও লাভের মুখ দেখেনি পাবনা সুগার মিলস

পাবনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ০৮:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১১:২৮

পাবনা সুগার মিলস

প্রতিষ্ঠার পর থেকে গত ২০ বছরেও লাভের মুখ দেখেনি পাবনা সুগার মিল। উল্টো এখন পর্যন্ত ৩৪৫ কোটি টাকা লোকসান দিয়েছে। তবে এতদিনেও লোকসান ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন মিলের কর্মকর্তারা।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়ায় পাবনা সুগার মিলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৯৭-৯৮ সালে মিলটি বাণিজ্যিকভাবে আখ মাড়াই শুরু করে। মিলে দৈনিক ১৫০ টন আখ মাড়াই করা যায়। আর মিলটির চিনি উৎপাদন ক্ষমতা ১৫ হাজার টন। তবে উৎপাদনের শুরুর বছর থেকেই লোকসানের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। গত ২০ বছরে এই লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা।

পাবনা আখ চাষি সমিতির সদস্য বাদশা মিয়া জানান, সুগার মিল কর্তৃপক্ষ প্রতিবছর লোকসানের পর নানা কারণ সামনে আনেন। তবে ২০ বছরেও কারণগুলো সমাধান করে লাভের মুখ দেখাতে পারেননি তারা। মিলের সক্ষমতা থাকার পরও এভাবে লোকসানের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

পাবনা সুগার রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সমজিৎ পাল জানান, পাবনায় যে আখ উৎপাদন হয়, তাতে রসের পরিমাণ অনেক বেশি। এছাড়া বিদেশ থেকে আমদানি করা চিনির চেয়ে এই রসের চিনিও অনেক বেশি মিষ্টি। তবে মিলে উৎপাদিত চিনি সামান্য লালচে। এ কারণে ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা চিনি কিনতেই ব্যবসায়ীরা বেশি আগ্রহ দেখায়। তবে এটা পাবনা সুগার মিলে লোকসানের মূল কারণ নয় বলে মন্তব্য করেন তিনি।

মিল কর্তৃপক্ষ বলছেন, লোকসান এড়াতে হলে নতুন জমি অধিগ্রহণের পাশাপাশি মাড়াই যন্ত্র, মিনারেল ওয়াটার প্ল্যান্ট, সুগার রিফাইন্ড করার প্ল্যান্ট, বায়োফার্টিলাইজার প্ল্যান্ট ইত্যাদি স্থাপন করা প্রয়োজন। কিন্তু এসব করতে গেলে আরও বিনিয়োগ করা প্রয়োজন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, মিলের জন্য প্রয়োজনীয় আখ উৎপাদন করতে আরও জমি প্রয়োজন। এরই মধ্যে সুগার রিফাইন্ড প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অবকাঠামোগত কিছু উন্নয়ন ঘটানো গেলেই মিলটি লাভের মুখ দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

 

/আরএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া