X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১১:২১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১১:২৪

দুর্বৃত্তদের হামলায় আহত নিরাপত্তাকর্মী চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এসময় এক আনসার সদস্যসহ ইয়ার্ডের তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার সঙ্গে  জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ । দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদাহ গ্রামের রহেত আলীর ছেলে হাফিজুর রহমান (৩৮), নড়াইল জেলার কালিয়ার ইউসুফ আলির ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার সুকন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জিত কুমার বিশ্বাস (৩৫)।

দর্শনা রেল ইয়ার্ড সূত্রে জানা যায়,  প্রতিদিনের মত শনিবার রাতে দর্শনা রেলইয়ার্ডে টহল দিচ্ছিলো ৫ জন নিরাপত্তাকর্মী। এ সময় ৭-৮ জনের সশস্ত্র একটি দুর্বৃত্তের দল ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক তাদের উপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা  কুপিয়ে নিরাপত্তাকর্মী হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক ও সঞ্জিত কুমার বিশ্বাসকে জখম করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই জনকে চুয়াডাঙ্গা থেকে ঢাকাতে স্থানান্তর করা হয়েছে।

দুর্বৃত্তদের হামলায় আহত নিরাপত্তাকর্মী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ধারালো অস্ত্রের কোপে তিনজনের শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক জখম হয়েছে। এদের মধ্যে হাফিজুর ও রাজ্জাকের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে। 

রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ বিভাগের চিফ ইন্সপেক্টর শাহ আলম জানান, হামলাকারীরা চিহ্নিত। এরা দীর্ঘদিন ধরে ভারত থেকে আসা মালবাহী ট্রেনের ওয়াগন ভেঙে লুটপাটের সঙ্গে  জড়িত। বিভিন্ন সময় তাদের লুটপাটে বাঁধা দেওয়ার কারণে এই হামলা হয়েছে।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিক জানান, হামলাকারীদের মধ্যে জসিম, রাশেদুল, সুজন, হারুন ও গাফ্ফারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে