X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জনগণকে ভয় পাচ্ছে আ.লীগ’

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ২২:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২২:৪৫

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন আগামী নির্বাচনে কিভাবে জনগণকে বাইরে রাখা যায়, সরকার তার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পিলখানা রক্তাক্ত করেছে। নিম্ন আয়ের মানুষকে পথে বসিয়েছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণকে প্রতারিত করা হয়েছে। তারা বিক্ষুব্ধ। এজন্য জনগণকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ।’

রবিবার (১৫ এপ্রিল) বিকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর ভুবন মোহন পার্কে খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই সমাবেশ ডাকা হয়।

কোটার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা সরকারকে একটি নোটিশ দিয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সামনের দিনে জনগণ আর কোনও নোটিশ কিংবা সময় বেঁধে দিয়ে মাঠে নামবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে গণতন্ত্র উদ্ধারে তারা আন্দোলনে নামবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন চায় জনগণ। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন নয়।’

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া কেন নির্জন কারাগারে আছেন? এর পেছনে যে ষড়যন্ত্র তা একাদশ নির্বাচনকে সামনে রেখে রচিত হয়েছে। সরকার খালেদা জিয়াকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়। তারা এখন নির্বাচনকে ভয় পাচ্ছে। কেননা তারা জানে ৫ জানুয়ারির নির্বাচনে জনগণকে ভোট দিতে পারেনি। তারা বিক্ষুব্ধ আছে। যখনই সুযোগ পাবে তখনই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখান করে আস্থাকুড়ে নিক্ষেপ করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনগণ ও জনগণের নেত্রী খালেদা জিয়াকে বাইরে রেখে ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।’

আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে আমরা দলের নেতারা সংগঠন পরিচালনা করছি। তারেক রহমানের নির্দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বিএনপি। আগামীতে যদি সরকারের বোধগম্য না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

রাজশাহী সিটি মেয়র ও মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার আমিনুল হক, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন ফারুক, আব্দুল আওয়াল মিন্টু, শাহজাহান মিঞা, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!