X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রশাসনিক ভবন পেলো দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৫:৪৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৬:০৮

শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনের উদ্বোধন করছেন এমপি ইকবালুর রহিম ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকেই ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অবশেষ নিজস্ব ভবন পেয়েছে। যাত্রা শুরু করেছে বোর্ডটির আট তলা প্রশাসনিক ভবন। রবিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় নবনির্মিত ভবনটির উদ্বোধন করা হয়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রশাসনিক ভবন উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সরকার দলীয় সংসদ সদস্য ইকবালুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম প্রমুখ। এ সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় দেশ দুর্নীতি-অনিয়মে ভরপুর হয়ে গিয়েছিল। দুর্নীতিতে বাংলদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের সঠিক নির্দেশনা এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক রাখতে জনগণের অকৃত্রিম ভালোবাসা ও অমূল্য শ্রমের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে। তাই দেশে শেখ হাসিনার সরকারকেই বারবার দরকার বলে মন্তব্য করেন তিনি।
ইকবালুর রহিম বলেন, একটি রাষ্ট্রকে উন্নত করার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এই শিক্ষা খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাবোধে উদ্বুদ্ধ করে জঙ্গিবাদবিরোধী, অসাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। একটি স্থানে বসেই সবাই সব ধরনের তথ্য পেয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। শিক্ষকরা যেন শিক্ষা বোর্ডের সব ধরনের সেবা শিক্ষাপ্রতিষ্ঠানে বসেই পেতে পারে, সেদিকে লক্ষ্য রাখার জন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে উল্লেখ করে এমপি ইকবালুর রহিম বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি কখনই যেন আর ক্ষমতায় আসতে না পারে, কখনই যেন দেশের প্রিয় পতাকা তাদের গাড়িতে ওড়াতে না পারে, সেজন্য আওয়ামী লীগকে সরকারকে নির্বাচিত করতে হবে।
পরে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে আট তলা ভবনটি ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
আরও পড়ুন-
নাটোরের উত্তরা গণভবন সংগ্রহশালায় সোনার প্রলেপযুক্ত বই
রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মজিদের বাড়িতে শোকের মাতম

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে