X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৫:১২আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৫:১৩

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের নিকলীতে সুলতান মিয়া (৫২) নামে এক এনজিও (মাল্টিপারপাস) কর্মকর্তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ছাতিরচর বাজারে রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির কার্যালয় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুলতান গুরুই পালপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুলতান মিয়া রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির পরিচালক ছিলেন। তিনি ছাতিরচর ও গুরুই এলাকায় দুটি অফিস স্থাপন করে তার সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনা করতেন। রবিবার তিনি চার লাখ টাকা নিয়ে ছাতিরচর কার্যালয়ে গিয়েছিলেন। ঘটনার পর থেকে এ অফিসের ম্যানেজার হিজবুল্লাহকে পাওয়া যাচ্ছে না। রাত সাড়ে ১১টা পর্যন্ত সুলতান বাড়ি ফিরে না যাওয়ায় তার স্ত্রী এলাকার কয়েকজন লোক নিয়ে নিয়ে ছাতিরচর গিয়ে ম্যানেজার হিজবুল্লাহকে আর পাননি। পরে অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকেন তারা। সেখানে চৌকির নিচে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা দেখতে পান। ওই বস্তার মধ্যেই পাওয়া যায় সুলতানের মরদেহ পাওয়া যায়। লাশের গলায় একটি গামছা পেঁচানো ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সুলতানকে। তার টাকাগুলোও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সুলতানের বড় ভাইয়ের ছেলে রেজাউল কবির বাদী হয়ে হিজবুল্লাহকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিজবুল্লাহকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া