X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:১৬

দুবৃর্ত্তের গুলিতে নিহত সূর্য বিকাশ চাকমা

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে সূর্য বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের আপার পেরাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তিনি আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। বিকেল ৫টার দিকে পুলিশ এসে ওই এলাকার দয়াল কুমার চাকমার বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সূর্য বিকাশ চাকমা আপার পেরাছড়া গ্রামের মৃত ফনিভুষণ চাকমার ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের স্লুইসগেট এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। নিহত সূর্য বিকাশ চাকমা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

স্থানীয়রা জানান, তারা পরপর দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন। খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

তার স্ত্রী রিপনা চাকমা জানান, সর্বশেষ দুপুর ২টায় তার সঙ্গে কথা হয়েছে। এ সময় তাকে দাওয়াত খেতে যাওয়ার কথা জানিয়ে ছিলেন।

খবর পেয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

অন্যদিকে দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি কলেজে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সদস্য ও এইচএসসি পরীক্ষার্থী বাবু চাকমাকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

 

 

 

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা