X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রাম-৪ আসন পুনর্বহালের দাবিতে রৌমারীতে মিছিল-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২৩:১০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২৩:১২

কুড়িগ্রাম-৪ আসন পুনর্বহালের দাবিতে রৌমারীতে মিছিল-সমাবেশ জেলার মূল ভূখণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী ও রাজিবপুর উপজেলাবাসী। সোমবার (১৬ এপ্রিল) বিকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজীবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা চিলমারী উপজেলাকে বাদ দিয়ে আগের মতো কুড়িগ্রাম-৪ আসন পুনর্বিন্যাসের দাবি জানায়।

রৌমারী উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অনেকে।

এর আগে একই দাবিতে রাজীবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে বিপক্ষে যে সব লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল তার শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজীবপুর ও রৌমারী উপজেলা এবং চিলমারী উপজেলার নয়াহাট, অষ্টমীরচর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা ছিল। সম্প্রতি উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন বাদ দিয়ে চিলমারী,রাজিবপুর ও রৌমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম -৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। আর চিলমারী উপজেলার নয়াহাট, অষ্টমীরচর ইউনিয়ন বাদ দিয়ে শুধুমাত্র উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন এর সীমানা নির্ধারণ করা হয়। এরপর থেকেই নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল সমাবেশ করে রৌমারী ও রাজিবপুরবাসী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান