X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এমপি’র লোক পরিচয়ে বিনা টেন্ডারে সাবাড় ৭০ বছরের তিনটি গাছ!

বিপুল সরকার সানি, দিনাজপুর
১৭ এপ্রিল ২০১৮, ১৪:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৩০

গাছ কাটা চলছে সংসদ সদস্যের লোক পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে টেন্ডার ও অনুমতি ছাড়াই জেলা পরিষদের ৭০ বছর বয়সী তিনটি আমগাছ কাটার ঘটনা ঘটেছে। গাছ কাটার ছবি তোলায় স্থানীয় এক সাংবাদিককে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কাছে হেনস্তা হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে আমগাছ তিনটি  কাটা শুরু করে গাছ ব্যবসায়ী এনামুল ইসলাম, সাইদুল ইসলাম ও আসাদ আলী। তারা নিজেদের স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের লোক বলে দাবি করেন। সংবাদ পেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান গাছ কাটা বন্ধ করতে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে অবহিত করেন। চেয়ারম্যান গাছ কেটে উপজেলা পরিষদে রেখে দিতে বলেন। বিকালে আবারও গাছ কাটা শুরু হয়।

টেন্ডার ও অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিক সামিউল আলম ছবি তুলতে যান। এ সময় যারা গাছ কাটছিল তারা তাকে আটক করে এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে হেনস্তা করে। পরে ক্যামেরা থেকে ছবি ডিলিট করে দিয়ে তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে জেলা পরিষদের সদস্য একরামুল হক জানান, গাছগুলো রাস্তার পাশে হওয়ায় সড়ক ও জনপদ বিভাগ কাটার জন্য চিঠি দেয়। সেই মোতাবেক গাছগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এখনও কোনও টেন্ডার কিংবা গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। গাছগুলো কাটা হচ্ছে বিষয়টি তিনি জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে জানিয়েছেন। কিন্তু চেয়ারম্যান গাছগুলো কাটা অব্যাহত থাকবে জানিয়ে তাকে দেখা করতে বলেছেন।

তিনি জানান, অনুমতি বা টেন্ডার ছাড়াই গাছ কাটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও বেআইনি।

গাছ কাটা চলছে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, খবর পেয়ে তিনি গাছ কাটা বন্ধ করতে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে বলেন। কিন্তু চেয়ারম্যান গাছগুলো কেটে উপজেলা পরিষদ চত্বরে রেখে দিয়ে পরে নিলাম দেওয়ার কথা বলেছেন। সেই মোতাবেক তিনি ঘটনাস্থল থেকে চলে এসেছেন। গাছ কাটা হচ্ছে কিনা এ ব্যাপারে জানেন না বলে জানান তিনি।

সাংবাদিককে হেনস্তা করার বিষয়ে তিনি বলেন, যারা এটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান জানান, গাছ কাটার কোনও নির্দেশ ও টেন্ডার হয়নি। যারা গাছ কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

দিনাজপুর-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, 'গাছ কাটার মৌখিক এই নির্দেশনা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। তবে তার কোনও লোক গাছ কাটার সঙ্গে জড়িত নয়। যদি এ ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়