X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৭:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৪২

হবিগঞ্জ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সীমান্তে বিএসএফের হাতে তারা আটক হন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে।

আটক দুই বাংলাদেশি হলেন– ইদন মিয়া (২৩) ও রুকেন মিয়া (২৫)। ইদন মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের ছোট আবু মিয়ার ছেলে এবং রুকেন মিয়া একই গ্রামের ধনু মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতে অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার ভোরে ইদন মিয়া ও রুকেন মিয়াকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি দুপুরে এলাকায় প্রচার হলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু দুই বাংলাদেশিকে ফেরত পাওয়া যায়নি।

বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, ইদন মিয়া ও রুকেন মিয়া ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করে বিএসএফ। আমি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে বিজিবিকে অবহিত করা হবে। বিএসএফের দাবি, অবৈধ মালামালসহ তাদের আটক করা হয়েছে।

এদিকে, মাধবপুর উপজেলার রাজনগর সীমান্ত ফাঁড়ির সুবেদনার নায়েক লোকমান হাকিম বলেন, ‘দুই বাংলাদেশিকে আটকের পর আমরা বিএসএফের কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বিএসএফ জানিয়েছে, আটককৃতদের আইন অনুযায়ী ভারত পুলিশের কাছে হস্তান্তর করবে তারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা