X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

সাভার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ২০:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২১:০৪

ধামরাইয়ে  র‌্যাবের সঙ্গে ‘বন্ধুক যুদ্ধে’ ৩ ডাকাত নিহত ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে ধামরাই উপজেলার উত্তর কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দু’টি ছুরি, একটি চাপাতি ও পলেথিন মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

নিহতদের মধ্যে রশিদ (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর এলাকার বাসিন্দা।

ঘটনাটি নিশ্চিত করে র‌্যাব-২ এর অধিনায়ক আনোয়ার উজ জামান বলেন, ‘ধামরাই সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকার সজাগ নামের একটি এনজিও তাদের জমাকৃত প্রায় ৬০ লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য মঙ্গলবার দুপুরে রওনা দেয়। এসময় ডাকাত দলের সদস্যরা ওই টাকা লুট করার জন্য ৪টি মোটরসাইকেলে করে উত্তর কেলিয়া নামের একটি সড়কের পাশে অবস্থান নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাত দলের সদস্যরা। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্ধুক যুদ্ধের এক পর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ডাকাত দলের অন্য চার সদস্য তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।’

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দু্’টি ছুরি, একটি চাপাতি ও পলেথিন মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এছাড়াও এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব। আহতরা হচ্ছেন, র‌্যাবের এস আই রাজ্জাক ও এ এস আই সোহেল।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহম্মেদ শাকিল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিহতদের সামনের দিক থেকে গুলি লেগেছে বলেও তিনি জানান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা