X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরিশালে কালবৈশাখী ঝড়ে নিহত ১, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ০৯:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৯:২৪

বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে কালবৈশাখী ঝড়ে বরিশালের বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উঠতি বোরো ধান, পানের বরজসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে বরিশালের মুলাদীতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১টার পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর কিছুটা বৃষ্টিও হয়। দুপুর আড়াইটা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় আধ-ঘন্টা ধরে চলা এ ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার।

বরিশালের গৌরনদী, বাকেরগঞ্জ, মুলাদী ও বরিশাল সদর উপজেলাসহ জেলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বাতাসে গাছপালা উপড়ে গেছে। বিলবোর্ড, সাইনবোর্ডসহ বসতঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গৌরনদী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উঠতি বোরো ধান, পানের বরজসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে। ঝড়ে গাছপালা, একাধিক মসজিদসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড়, কটকস্থল ও ইল্লায় এলাকায় গাছ উপড়ে পড়ে যানজটের সৃষ্টি হয়।

মুলাদীর সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু মুসা জানান, ঝড়ের সময় গোয়ালে গরু বাঁধতে গিয়ে ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের রশিদা বেগম (৩১) নামে এক গৃহবধূ গাছচাপায় মারা গেছেন। তিনি ওই গ্রামের জালাল মজুমদারের স্ত্রী।

ঝড়ে বিধ্বস্ত ঘর ও গাছচাপা পরে অন্তত পাঁচ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিন জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন জানান, ঝড়ে আহতদের সরকারি ভাবে চিকিৎসা সহযোগিতা দেওয়া হবে।

গৌরনদী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ফজলুর হক জানান, ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছ পরে শতাধিক স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। বৈদ্যুতিক ১০টি খুটি ভেঙে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন- 

কালবৈশাখী ঝড়ে মনপুরায় ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত


কালবৈশাখী ঝড়ে লঞ্চঘাট বিধ্বস্ত, ২০ দোকান-বসতঘর ধসে নদীতে

ভোলায় কালবৈশাখী ঝড়ে ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

কুমিল্লায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়