X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১১:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১১:৪৪

 

বন্দুকযুদ্ধ কুমিল্লা দাউদকান্দির রায়পুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা সড়ক ডাকাত দলের সদস্য রুবায়েত হোসেন বাবুল মারা গেছেন। এসময় চার পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত তিনটায় এই ঘটনা ঘটে। রুবায়েত নরসিংদী জেলার মাধবদী উপজেলার বিরামপুর গ্রামের ইমাম হোসেনর ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গত ১১ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি থেকে কাপড়বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়। তিনদিন পর ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় সঙ্গে জড়িত থাকার দায়ে গত ১৬ এপ্রিল ঢাকার উত্তরা থেকে ডাকাত বাবুল এবং মারুফ আহম্মদ লাভলুকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মঙ্গলবার রাত আড়াইটার সময় ওই দু’জনকে নিয়ে এ ছিনতাই ঘটনার জড়িত অপর সদস্যদের ধরা জন্য পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় যায়। তখন ওই স্থানে অবস্থান নেওয়া ডাকাতের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় বাবুল পালাতে চেষ্টা করলে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত বাবুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এসময় দাউদকান্দি থানার পরিদর্শক তদন্ত নুরুল ইসলাম মজুমদার, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইব্রাহীম ও সোহরাব আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও গুলি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, বাবুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদী থানায় ৮টি ডাকাতি মামলাসহ ২২টি মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় আটক অপর ডাকাত সদস্য লাবলু মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাহাদুর পুর গ্রামের আইনাল হকের ছেলে। তার বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া