X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে শ্রমিক নিহতের মামলায় চারজন কারাগারে

সিলেট প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১২:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১২:৪৪

কারাগার সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগের (হাজারী দাইন্যা) পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছন আদালত। মঙ্গলবার (১৭ এপ্রিল) সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, উপজেলার দক্ষিণ কোনাবাড়ির মাসুক মিয়া, তানভির আহমদ ওরফে কনাই এবং ফজলুল করীম ওরফে কালাই। এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ‘কালাইরাগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাথর উত্তোলন করার সময় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনার মামলায় চারজন মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান। এর আগে তারা উচ্চ আদালতের জামিনে ছিলেন।
আদালত সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ১২৫১ সীমান্ত পিলার সংলগ্ন কালাইরাগ কোয়ারিতে অবৈধভাবে গর্ত করে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাতে জেনারেটর চালিয়ে আলী আমজদের নেতৃত্বে এই পাথর উত্তোলন কর হতো। কোয়ারি এলাকায় ৪০/৫০ ফুট গভীর গর্ত করে শ্রমিকরা ঝুঁকি নিয়ে পাথর উত্তোলনকালে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গর্তের পাড় ধসে ৫ শ্রমিক নিহত হন। এ ঘটনায় পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল থেকে
চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল থেকে
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট