X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একমাসেও দুই চাকমা নেত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

জিয়াউল হক, রাঙামাটি
১৮ এপ্রিল ২০১৮, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:২৪

অপহরণের একমাস পার হয়ে গেলেও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশা প্রকাশ করছেন সংগঠনের নেতাকর্মী ও পরিবারের লোকজনেরা। তারা বলছেন, ‘মন্টি-দয়াসোনা চাকমাকে উদ্ধার করতে না পারার দায় সরকারকেই নিতে হবে।’ তবে পুলিশ বলছে, ‘তারা দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

অপহৃত দয়াসোনা ও মন্টি চাকমা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা বলেন,‘অপহরণকারীরা মাঝে মাঝে দুই নেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল, মামলা তুলে নিতেও বলছিল। মামলা তুলে নিলে তারা দুই নেত্রীকে ছেড়ে দিবে বলছিল। কিন্তু পরিবারের কেউ মন্টি ও দয়ার সঙ্গে কথা বলতে পারেনি।’

মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা বলেন,‘আমার বোন অপহরণের একটা মাস কেটে গেল আজ। কিন্তু পুলিশ তাদের উদ্ধারের কথা বললেও এখনও উদ্ধার করতে পারেনি। আমরা বোনকে জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছি।’

ইউপিডিএফ মুখপাত্র নিরন চাকমা বলেন, ‘অপহরণের পর একটা মাস গেলো পুলিশ প্রশাসন এখনও দুই নেত্রীর কোনও খোঁজ দিতে পারেনি। তাদের উদ্ধার তো দূরের কথা পুলিশ মামলার আসামিদেরও গ্রেফতার করছে না। আমরা পুলিশ প্রশাসনের এই ঘটনায় কোনও তৎপরতা দেখছি না। পুলিশের ওপর আমাদের এখন আর কোনও আস্থা নেই।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামিদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত আছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে আসামিদের ধরতে বিলম্ব হচ্ছে।’ 

আরও পড়ুন: মন্টি ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রসঙ্গত, গত ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ি থেকে সকাল সোয়া নয়টায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটির জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। গত ২১ মার্চ এ ঘটনার দয়াসোনা চাকমার বাবা বৃষধণ চাকমা বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

/এমও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা