X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বিএনপির ঘরোয়া সভাকেও এত ভয় পায় আ. লীগ?’

দিনাজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৩৫

দিনাজপুর সরকারের নির্দেশে পুলিশ দিনাজপুরে বিএনপির পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ ঘরোয়া কর্মিসভা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া। তিনি বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপির সঙ্গে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ করছে। নিজেদের এত জনপ্রিয় ও শক্তিশালী দাবি করলেও আওয়ামী লীগ বিএনপির ঘরোয়া সভাকেও এত ভয় পায়?’
পূর্বঘোষণা অনুযায়ী স্থানীয় লোকভবনে বুধবার (১৮ এপ্রিল) সকালে কর্মিসভা করতে না পেরে উপশহরে তৈয়বা মজুমদার রক্তদান কেন্দ্রের রেস্ট হাউসে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আবুল খায়ের ভুইয়া। এ সময় জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার কর্মিসভা করার কথা থাকলেও পুলিশের বাধায় তা করা সম্ভব হয়নি। লোকভবন ছাড়াও এদিন বিএনপি অফিসেও কোনও নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
পরে তৈয়বা মজুমদার রক্তদান কেন্দ্রের রেস্ট হাউসে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল খায়ের বলেন, ‘প্রশাসনের কাছ থেকে আগে থেকেই অনুমতি নেওয়া হলেও আগের দিন রাতে এই সভা স্থগিত করতে বলা হয়। কিন্তু এর মধ্যে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সব হাজির হয়েছে। তারা তো ভোগান্তিতে পড়েছেন।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘যেখানে আমাদের কর্মিসভা করার কথা, সেই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। শুধু তাই নয়, আমাদের পার্টি অফিসও ঘিরে রেখেছে। এটি অগণতান্ত্রিক আচরণ। আমাদের নেতা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে আটকে রেখেছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা খালেদা জিয়াসহ গণতন্ত্রকে মুক্ত করে আনবো।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক রেজওয়ানুল হক, মোকাররম হোসেন, আখতারুজ্জামান মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়