X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২

রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় একটি বিল নিয়ে দ্বন্দ্বের জের ধরে আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হাট মাধনগর বাজারে  এ ঘটনা ঘটে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আনিসুর রহমান বাগমারা উপজেলার হাট মাধনগর গ্রামের বাসিন্দা ও জোকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির কোষাধ্যক্ষ ছিলেন।

বাগমারা নরদাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, জোকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অনেক দিন ধরেই এলাকার একটি বিলে মাছ চাষ করে আসছিলেন। তাদের সঙ্গে এলাকার আরও কিছু লোকজন বিলে মাছ চাষ করতে চাইছিলেন। কিন্তু সমিতিতে তাদের নেওয়া হচ্ছিল না। এ নিয়ে প্রায় এক মাস ধরে দুই পক্ষের মধ্যে মারপিট, ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে আনিসুর হাট মাধনগর বাজারে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে তারা বৃদ্ধ আনিসুরকে কুপিয়ে হত্যা করে চলে যায়। এসময় তার ছেলে খাজা ময়নুদ্দীন, সমিতির সদস্য আবুল কালাম আহত হয়। তাদের বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আনিসুরের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।  জড়িতদের সবাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা  হবে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’