X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাওনা আদায় নিয়ে বচসা, ছুরিকাঘাতে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৫:১১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:২০

সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ছুরিকাঘাতে আহত দর্পনের সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে পাওনাদারের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মহল্লায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির নাম দর্পন (৩৫)। তিনি হোসেনপুর দক্ষিণ মহল্লার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিস আহম্মেদ জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে এক লাখ টাকা পেতেন একই মহল্লার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন। এর আগে ৮০ হাজার টাকা পরিশোধের পর বুধবার (১৮ এপ্রিল) রাতে বাকি ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল রতনের। সেই অনুযায়ী রতনের কাছে টাকা আনতে যায় আরিফ। কিন্তু রতন টাকা দিতে না পারায় আরিফ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে দর্পনসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়, এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় দর্পনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান আরিফ হোসেন। গুরুতর আহত অবস্থায় দর্পনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আকরামুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের গলায় ও বুকে ধারালো ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পাওনা টাকা চাওয়াকে ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে দর্পণের মৃত্যু হয়েছে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন-
সুন্দরবনে কার্গোডুবি: কয়লার রাসায়নিক ছড়িয়ে জীববৈচিত্র্যে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা